বিজেন্দ্র সিংহ,  সমীরণ পাল এবং পূর্ণেন্দু সিংহ, কলকাতা: ২ বছর পর অবশেষে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে থাকছে বাংলার ট্যাবলো। এবার থিম দুর্গাপুজো। ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।


২০২১-এর পর ২০২২, পরপর ২ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ যাওয়ার পর, ২০২৩-এ ফের ফিরছে বাংলার ট্যাবলো। এবছর বাংলার ট্যাবলোর থিম দুর্গাপুজো। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage'এর স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে গত বছর পুজোর আগে, মুখ্যমন্ত্রীর ডাকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় কলকাতায়। 


এবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, সেই দুর্গাপুজোকেই থিম করে ট্যাবলোর প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। তাতে ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। গত বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো স্থান না পাওয়া নিয়ে কার্যত কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু হয়ে যায়।    


আরও পড়ুন, নেতাজি ১২৭ তম জন্মজয়ন্তী, প্রাক্কালে ফিরে দেখা কিছু 'সুভাষ-বাণী!'


নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলার তরফে নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রকে। কিন্তু, মোদি সরকার সেই প্রস্তাব খারিজ করে দেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী। পাল্টা চিঠি আসে কেন্দ্রীয় সরকারের তরফেও। নেতাজির কন্যা অনিতা বসু পাফও ট্যাবলো-বিতর্কে অসন্তোষ প্রকাশ করেন।


শেষপর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নেয় দিল্লির রাজপথে। অন্যদিকে, দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো না থাকলেও, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যায় নেতাজির ট্যাবলো। তবে এবার দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলো। এ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, একে অপরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। 


 


তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, "এবারে আমাদের ট্যাবলোর থিম দুর্গা। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি বলে বাদ দিতে পারেনি। আমরা খুশি।" কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, "এবারে রাজ্য সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। আগের দুবার দেরি করে পাঠিয়েছিল। ২১-এ কন্যাশ্রী, কেন্দ্রের বেটি বাঁচাও ছিল। আর আগেরবার কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোতে নেতাজি ছিল। তবে এবার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। সেটা দেশের মানুষ আবার দেখতে পাবে। খুশি।" 


প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ২৩ ট্যাবলো অংশ নেবে। এর মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭টি ও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো রয়েছে।