সমীরণ পাল উত্তর ২৪ পরগনা: পানিহাটির খড়দায় আত্মহত্যা ৫৭ বছরের প্রদীপ করের। আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি, লেখা ছিল সুইসাইড নোটে, পোস্ট মুখ্যমন্ত্রীর। বিজেপির ভয় ও ভাগাভাগির রাজনীতির শিকার। ভোটের জন্য এনআরসি-র নামে মিথ্যা ছড়িয়ে নাগরিকদের ভয় দেখাচ্ছে বিজেপি।মানুষ এখন নিজের অস্তিত্ব নিয়েই শঙ্কিত।দিল্লিতে বসে ভারতীয়দের বিদেশি আখ্যা দিয়ে ভয় দেখানোর চেষ্টা।অবিলম্বে এই হৃদয়হীন খেলা বন্ধ করুক কেন্দ্র, বাংলায় কখনই এনআরসি হবে না, পোস্ট মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

আরও পড়ুন, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ জায়গায় ED -র হানা, বেলেঘাটার ২ জায়গায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি

Continues below advertisement

এক পাতা সুইসাইড নোটে স্পষ্ট উল্লেখ রয়েছে, ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয়, সেই সময় বাংলাদেশকে বাদ দিয়ে স্বাধীনতা এসেছিল, সেই আক্ষেপের কথা  যেমন উল্লেখ হয়েছে, তার পাশাপাশি, একাত্তরের যুদ্ধ, এবং যুদ্ধের পর বাংলাদেশে বহু বাঙালি তাঁরা বিতাড়িত হয়ে, এরাজ্যে চলে এসেছিলেন, তারপরে NRC এর ছায়া , তাতে আবার তাঁদের বাংলাদেশে ফিরে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি ওই সুইসাইড নোটে। পাশাপাশি এনআরসি-র আতঙ্কের কথাও লিখেছেন প্রদীপ কর।

গতকাল (সোমবার) যখন এই রাজ্যে এসআইআর হবে, ঘোষণা হয়, তারপর থেকে তিনি, মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। গত কয়েক মাস ধরে তিনি এনআরসি আতঙ্কে ভুগছিলেন। তার পরিবারের বক্তব্য, যে তিনি বারবার আক্ষেপ করে বলতেন যে, তিনি এনআরসি চালু হলে এদেশে থাকা যাবে না। এদেশে ধড়পাকড় শুরু হবে।  এদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ফিরে যেতে হবে। একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)