রুমা পাল, সুনীত হালদার ও সমীরণ পাল, কলকাতা: SIR-এর শুনানি পর্বের মাঝেই লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে সরাসরি পদত্যাগপত্র পাঠালেন বাগনানের AERO মৌসম সরকার। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী AERO র কাজ করতে বাধ্য। শুনানি পর্বের মাঝে এই পদত্যাগ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।
SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে চলছে শুনানি পর্ব। তার মধ্য়েই হাওড়ার বাগনানে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে পদত্য়াগ করতে চাইলেন বাগনানের AERO বা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার মৌসম সরকার। বৃহস্পতিবার ERO-র কাছে পদত্য়াগপত্রও পাঠিয়েছেন তিনি। বাগনান AERO মৌসম সরকার বলেন, আমি পদত্য়াগ করেছি, লিখিত জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিকপক্ষে সম্ভব নয়। মৌসম সরকার বর্তমানে বাগনান ২ নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক।সূত্রের খবর, ওই ব্লকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে শুনানিতে ডাক পড়েছে প্রায় ২১ হাজার মানুষের। সেই শুনানি শুরুর আগে অব্য়াহতি চেয়েছেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে, সেটা ২০০২-তে ছিল। পরে তারা ৮ নম্বর ফর্ম ফিলআপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে হয়, এই ধরনের লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বাগনান AERO মৌসম সরকার বলেন, যে পরিমাণে এসেছে সেই পরিমাণে করাও সম্ভব নয়। খুব ছোট ছোট ভুল। ও করতে গিয়ে খুব সমস্য়া। বাগনানে বাংলাদেশির কোনও গল্পই নেই। বাংলাদেশি কোথা থেকে আসবে এখানে? এখানকার মানুষ এখানেই থাকবে। এখানেই থাকে। যদিও পদত্য়াগের কারণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই AERO, যিনি শুনানিতে থাকেন উপস্থিত, তিনি বুঝতে পেরেছেন যে বহু লোকের নাম বাদ যাবে ওই এলাকা থেকে। তিনি আশঙ্কা করছেন যে এই নামটা যে বাদ চলে যাবে তার উপরে একটা চাপও আসতে পারে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের মধ্যে কথা বলে পদ অনুযায়ী AERO নিয়োগ হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত ছিল। যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী AERO র কাজ করতে বাধ্য। এভাবে পদত্যাগ করা যায় না, এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে নিষ্পত্তি মিলবে। রাজ্য সরকার যদি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পরিবর্তন করতে চায়, কমিশন অনুমতি দিলে তবেই ছাড়তে পারবে।সূত্রের খবর, একইসঙ্গে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলে NOC দিয়ে দেওয়া হবে।সূত্রের খবর, এ নিয়ে বিভাগীয় ব্য়বস্থাও নিতে পারে নির্বাচন কমিশন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রবীণ নাগরিকদের শুনানিতে ডাকার অভিযোগ উঠেছে। পানিহাটি বাসিন্দা শান্তিরঞ্জন কর বলেন, আসতে বলেছে। আমি বললাম,কী করে আমি যাব? পেনশন বন্ধ হয়ে যাবে। ERO ওয়াসিম রাজা বলেন, আমি বলিনি কাউকে। আমি জানিনা কোন BLO বলেছে। আমি কাউকে বলিনি। কাউকে আনতে হবে না। ১৪ ফেব্রুয়ারি SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে SIR-কে ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক।