কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: দিন পেরিয়ে রাত, আসানসোলে অবস্থানে অনড় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন ফর্ম ৭ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চলে আসানসোলে। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে ধস্তাধস্তি হয় পুলিশের। আটক দুই বিজেপি কর্মী, দুপুর পেরিয়ে  সন্ধ্যা,  মাঝ রাস্তা অবরোধ করে, অবস্থানে অনড় অগ্নিমিত্রা পাল। 

Continues below advertisement

আরও পড়ুন, "তৃণমূলকে ভোট না দিলে কাটা যাবে নাম.." ? SIR আবহে বিস্ফোরক অভিযোগ অধীরের !

Continues below advertisement

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা ভদ্রভাবে অবরোধ করছিলাম থানার সামনে। আমাদের দুই জন কর্মী, ..একজন ষাট উর্ধ্ব পুরুষ, আর একজন মহিলা, যাদেরকে মারা হয়েছে। আমাদের ফর্মগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাঁদেরকে আটক করে রাখা হয়েছে। যারা মারল টিএমসি এর ক্যাডার তাঁদেরকে ধরল না। আর যারা মার খেল, তাঁদেরকে ধরে রেখেছে। আমরা আন্দোলন করছিলাম, আমরা বললাম, ওদের দুইজনকে ছেড়ে দিন। ওরা বলল ছাড়বে না। তাহলে আমাদেরও তো কোনও উপায় নেই। আমরা তাই এখন জিটি রোডে এসে বসেছি। আমাদের দুইজন কর্মীকে ছেড়ে দিন, আমরা উঠে যাব। আর যদি না ছাড়বেন, তাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করুন।... এত আমাদের কার্যকর্তাদের উপর হামলা নয়, গণতন্ত্রের উপর হামলা "

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে, সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। ফর্ম 7 নিয়ে অসন্তোষের জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্য়েই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে, ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। কোথাও ভাঙল গাড়ির কাচ, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি।'ফর্ম 7' ঘিরে রাজ্য়ের দিকে দিকে সুর সপ্তমে চড়ল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্য়বহার হয় FORM 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে, দেখা গেল এই ছবি, বিজেপি-তৃণমূলের মধ্য়ে কার্যত খণ্ডযুদ্ধ। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, এগুলো আমরা সহ্য় করব না। নির্বাচন কমিশন, আপনি দেখুন, মিস্টার জ্ঞানেশ কুমার কী করবেন, এইভাবে SIR ফর্ম এইভাবে মারামারি করে আমরা জমা দিতে পারব না।