কলকাতা: দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম ৭ জমার শেষ দিনে রাজ্যের জেলায় জেলায় দিকে দিকে ধুন্ধুমার, এহেন পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি পশ্চিমবঙ্গ বিজেপির।

Continues below advertisement

আরও পড়ুন, ভোররাতে গভীর ঘুমে পুত্রবধূ ও তাঁর মা, আচমকাই কুড়ুলের কোপ ! "খুন" হবার আগে কি আর্তনাদের সুযোগটাও কি পেয়েছিলেন ? ভয়াবহ ঘটনা নদিয়ায়

Continues below advertisement

সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হোক, চিঠিতে আর্জি বিজেপির।'ফর্ম ৭ জমা ঘিরে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এক জন ভোটার যত খুশি ফর্ম ৭ জমা দিতে পারেন, বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তির পরও ফর্ম জমা নিচ্ছেন না ERO, AERO-রা। ফর্ম ৭ জমা দেওয়ার সময় ১ সপ্তাহ বাড়ানো হোক', চিঠিতে দাবি বিজেপির।

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে,  সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। যা ঘিরে রাজ্য-রাজনীতির পারদও চড়ল সপ্তমে।

 বিক্ষোভকারী তৃণমূল কর্মী বলেন, আমরা আটকেছি। ওরা ভয়ে পালিয়ে গেছে।  এই ভাবে হাজার হাজার ভোটারের নাম ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাঙল গাড়ির কাচ! কোথাও আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, সোমবার, আসানসোলের মহকুমাশাসকের দফতরে একটি কালো গাড়ি করে হাজার হাজার 'ফর্ম 7' নিয়ে আসেন বিজেপির নেতারা। ধাক্কা মেরে, সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়, পুলিশের সামনেই গাড়ি থেকে তাড়া তাড়া নথি বের করে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল-বিজেপি দুইপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

 নদিয়ার কল্যাণীতেও, মহকুমাশাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়, বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। উত্তর ২৪ পরগনার, বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার 'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিড়ে দেন তৃণমূল কর্মীরা।