অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাই, কলকাতা: 'শুনানিতে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য ক্যাম্প করুন', মুখ্যমন্ত্রীর পর এবার BLA-দের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের BLA 2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও দেড় মাস BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও দেড় মাস BLO-দের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আরও ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে', ভার্চুয়াল বৈঠক BLA 2-দের নির্দেশ অভিষেকের, খবর সূত্রের। 

Continues below advertisement

আরও পড়ুন, আটক হুমায়ুনের ছেলে ! 'তাঁকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে..', বিস্ফোরক অধীর-শমীক

Continues below advertisement

SIR-এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই 'MAY I HELP YOU' ক্যাম্প চালু হয়েছে।আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রবিবার SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্য়াম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। এটা যুদ্ধের সময়।  আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে পারি না।তিনি আরও বলেন, এদের ষড়যন্ত্র আরও গভীর। ফের কার্যত ম্যানমার্কিং-এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, আরও দেড়মাস BLO-দের ছায়াসঙ্গী হিসাবে থাকতে হবে। শনিবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR-র শুনানি, নানা জায়গা থেকে ভোগান্তির অভিযোগ সামনে আসছে। এই প্রেক্ষাপটে, সূত্রের খবর, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, শুনানি শুরু হয়েছে। ১০-১৫ হাজার মানুষকে একসঙ্গে ডাকার ফলে অনেকে সমস্য়ায় পড়েছেন। নির্বাচন কমিশন চায় যে অনেকে হতাশ হয়ে চলে যাক, যাতে তাদের নাম বাদ দেওয়া যায়। শুনানিতে যারা যাচ্ছেন, তাদের সাহায্য করার জন্য ক্যাম্প করুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে। কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। আমাদের সেখানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একটিও নাম যেন বাদ না যায় এটা আমাদের কাজ। যদি কেউ বাধা দেয় বলবেন লিখিত নির্দেশিকা দেখান। প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব।এরা কোনও কিছু লিখিত দিচ্ছে না। এখানকার বাবুদের নির্দেশে এসব হচ্ছে।  সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, SIR নিয়ে আমরা লড়াই করব। দোলা সেন SIR নিয়ে মামলা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় লড়াই করছেন। মানুষকে দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টোটো-অটোতে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হবে। মানুষ দেখুক একমাত্র তৃণমূলই মানুষের পাশে থাকে। তারাই বিচার করে দেখবে কে তাদের পাশে থেকে শুনানিতে নাম তুলতে সাহায্য করেছে।  ভার্চুয়াল বৈঠকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, কোথাও কোনও মৌখিক নির্দেশে নিজেদের কাজে পিছিয়ে আসবেন না। ঠিক যেভাবে তৃণমূলের সৈনিকরা ভোটের দিন বুথ আগলে রাখেন। এখানে সেইভাবে লড়াই করতে হবে। নতুন নাম যুক্ত হলে সেটা বৈধ না অবৈধ সেটা দেখতে হবে BLA-2দের। বাড়ি বাড়ি গিয়ে ঘুরে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আগামী ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সক্রিয় রাখতে হবে।