রুমা পাল, আশাবুল হোসেন, ব্রতদীপ মুখোপাধ্যায়,কলকাতা: হু হু করে বইছে সময়। এগিয়ে আসছে ডেডলাইন। ৪ ডিসেম্বর প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু অভিযোগ, এরই মধ্যে কার্যত অকেজো হয়ে পড়েছে BLO-দের ব্যবহৃত অ্যাপ। 

Continues below advertisement

আরও পড়ুন, 'মৃত মায়ের নামে' এল এনুমারেশন ফর্ম ! অথচ বেঁচে থেকেও 'ভোটার তালিকায় মৃত..' আলিপুরদুয়ারের জীবন দাস ?

Continues below advertisement

BLO-দের একাংশের অভিযোগ, বুধবার থেকে অ্যাপে বারবার নানা সমস্যা দেখা দিয়েছে। কারোর মোবাইল ফোনে দেখা যাচ্ছে, 'সামথিং ওয়েন্ট রং'। কোথাও আবার দেখাচ্ছে 'নো রেকর্ডস্ ফাউন্ড'। যার ফলে, ভোটারদের তথ্য আপলোড করতে গিয়ে, পদে পদে হোঁচট খাচ্ছেন একাধিক বুথ লেভেল অফিসারর।বিএলও অ্যাপ নিয়ে নানা সমস্যা শুরু হয়েছে। এখানে একটা মোবাইলে দেখাচ্ছে, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, প্রত্যেক জেলার বিএলও-রা এরকমই নানা সমস্যায় পড়েছেন। তারা বলছেন তাদের নানা সমস্যা হচ্ছে। 

কোচবিহার দক্ষিণ ২০৩/৪ নং বুথ BLO  অশেষ বসাক বলেন, 'অ্যাপটা কাজ করছে না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকছি। শরীর আর দিচ্ছে না আমাদের।' জোড়াসাঁকো ১৬৫  ১৯৪ নং পার্ট BLO তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, 'মানে আসা-যাওয়া আসা-যাওয়ার একটা খেলা খেলতে খেলতে আমাদের এই কাজটা করে ফেলতে হবে। আমাদের নাকি প্রতিদিন একটা করে টার্গেট দেওয়া হচ্ছে। কিন্তু এই আসা-যাওয়ার খেলাটা কিন্তু বন্ধ হচ্ছে না। '

সোমবার থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মূল ভবনের উল্টো দিকে,মঞ্চ বেঁধে অবস্থানে বসেছেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার, অবস্থানে বসেই ডিজিটাইজেশনের কাজ করতে দেখা যায় একাধিক BLO-কে। অ্য়াপ ঠিকমতো কাজই করছে না, এই অভিযোগে সরব হয়েছে BLO-দের আরও দুই সংগঠনও। শিক্ষক শিক্ষাকর্মী BLO ডিউটি প্রতিরোধ মঞ্চ আহ্বায়ক  অনিমেষ হালদার বলেন, ন্যূনতম পরিকাঠামোটুকু দিতে এত অসুবিধা হচ্ছে। অথচ, উল্টে BLO-দের উপর একটা মানসিক চাপ দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি দ্রুততার সঙ্গে এই পোর্টালের সমস্যা মেটানো হোক।'

BLO ঐক্যমঞ্চ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সমস্ত ভোটারদের তথ্য একবার রিভেরিফাই করার, রিচেক করবার জন্য সেটার জন্য BLO-দের যথেষ্ট সময় লাগবে। সেইসময়ে যদি BLO অ্যাপ কাজ না করে, এটা তো অত্য়ন্ত নেতিবাচক একটা প্রভাব পড়ছে। BLO-অ্যাপের সমস্যা নিয়ে রাজনৈতিক মহলেও তরজা চলছে।সূত্রের খবর, BLO অ্যাপ নিয়ে সমস্যার কথা স্বীকার করেছে CEO দফতর।দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে সে কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।এরইমধ্য়ে বুধবার SIR বাতিলের দাবিতে,ডালহৌসি থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে SUCI.