কলকাতা: ছাব্বিশের ভোটের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এদিকে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, সীমান্ত এলাকায় ভুরিভুরি ভুয়ো ভোটার ধরা পড়েছে। কোথাও তা আবার ভুতুড়ে ! তবে এবার ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র 'AI'। মূলত ভুয়ো ভোটার ধরতে 'AI'-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে 'AI'- ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, এক ঘণ্টার মধ্যে ৩ জনকে খুন, কলকাতায় অ্যাপ বেস গাড়ির চালকের আসনে তিহাড় পালানো কুখ্যাত গ্যাংস্টার !
নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম
সম্প্রতি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ১০০ নম্বর বুথে বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছিল। এলাকাবাসীর দাবি, ভোটার তালিকায় নাম থাকা সালাম গাজি আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযোগ, বাংলাদেশের আবদুস সালাম গাজিই এদেশে ঢুকে হয়ে গেছিলেন সালাম গাজি। তৈরি করেছিলেন জাল আধার কার্ডও। আসল নাম আব্দুস সালাম গাজি! কিন্তু ভারতের ভোটার কার্ডে নাম বদলে হয়ে গেছে সালাম গাজি। নাম বদলে না কি আধার কার্ডও বানিয়ে ফেলেছেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এই ঘটনা সামনে এসেছে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে সালাম গাজির নাম। কিন্তু স্থানীয় সূত্রে দাবি, সালাম গাজির আসল নাম আব্দুস সালাম গাজি। আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক বছর আগে ভারতে আসেন তিনি। অভিযোগ, এরপর নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম তুলে নেন। বানিয়ে নেন আধার কার্ড।
'কাটোয়া ২ নম্বর ব্লকে একটি বুথেই ৫৯ জন মৃত ভোটার' !
কাটোয়া ২ নম্বর ব্লকে একটি বুথেই ৫৯ জন মৃত ভোটার রয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছিল বিজেপি। তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয় তারা। কোয়ারা গ্রামে ঘুরে দেখা গেল, তালিকায় নাম থাকা কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। নভেম্বরের শুরু থেকে SIR-এর কাজে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর এই আবহেই, মৃত ভোটারের তালিকা নিয়ে পূর্ব বর্ধমানে আগেভাগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি।কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রাম। এই গ্রামের ২৫৮ নম্বর বুথে রয়েছে ১ হাজার ১২৫ জন ভোটার। এর মধ্যে ৫৯জন ভোটার মৃত বলে দাবি বিজেপির।