কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার হতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের ভোটার হতে চেয়ে ফর্ম ফিলআপ সি ভি আনন্দ বোসের। এনুমারেশন ফর্ম ফিলআপ করে BLO-কে দিলেন রাজ্যপাল। রাজ্যপালের কথায়,' পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে একটা আবেগ যুক্ত আছে। এই মাটির মানুষ থেকে শুরু করে সংষ্কৃতি, ঐতিহ্য, সব কিছুই জড়িয়ে আছে, আমার সঙ্গে।.. সেই কারণেই ভেবেছি, পশ্চিমবঙ্গের ভোটার হব..।'
আরও পড়ুন, এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের, পশ্চিমবঙ্গে সময়সীমা বাড়ল কি ?