মুর্শিদাবাদ: ফর্ম-৭ নিয়ে SDO অফিসে তুলকালাম বিজেপির গাড়ি ভাঙচুর। লালবাগে বিজেপির আনা ফর্ম ৭-এ আগুন, গাড়ি ভাঙচুর। ২৭ হাজার ফর্ম-৭ নিয়ে লালবাগ মহকুমা শাসকের দফতরে আসে বিজেপি। বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে আগুন, পুলিশের সামনেই গাড়িতে হামলা! ফর্ম ৭-এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা, তারই প্রতিবাদ, দাবি তৃণমূলের।
আরও পড়ুন, BJP বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনা
কোথাও ভাঙল গাড়ির কাচ, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি।'ফর্ম 7' ঘিরে রাজ্য়ের দিকে দিকে সুর সপ্তমে চড়ল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্য়বহার হয় FORM 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। আর এদিনেই দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে, সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি।
তৃণমূলের অভিযোগ, সোমবার, আসানসোলের মহকুমাশাসকের দফতরে একটি কালো গাড়ি করে হাজার হাজার 'ফর্ম 7' নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব।ধাক্কা মেরে, সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়, পুলিশের সামনেই গাড়ি থেকে তাড়া তাড়া নথি বের করে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল-বিজেপি দুইপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এগুলো আমরা সহ্য় করব না। নির্বাচন কমিশন, আপনি দেখুন, মিস্টার জ্ঞানেশ কুমার কী করবেন, এইভাবে SIR ফর্ম এইভাবে মারামারি করে আমরা জমা দিতে পারব না।
আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। ফর্ম 7 নিয়ে অসন্তোষের জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্য়েই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে, ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।