কলকাতা: রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক SIR প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠির পাল্টা চিঠি দিলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Continues below advertisement

আরও পড়ুন, 'অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা' ! খোঁচা তৃণমূল নেতা অরূপের

Continues below advertisement

SIR নিয়ে মরিয়া হয়ে একের পর এক মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় , সামনে আসছে ভুয়ো ভোটার, মৃত ভোটার: শুভেন্দু

 জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে শুভেন্দু অভিযোগ তুলে লিখেছেন, 'SIR নিয়ে ওঁর যাবতীয় উদ্বেগ খাঁটি কল্পনাপ্রসূত। SIR নিয়ে মরিয়া হয়ে একের পর এক মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসল কথা হল কমিশনের অভিযানে আলো পড়েছে তৃণমূল কংগ্রেসের ডার্টি সিক্রেটসে। সামনে আসছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অনুপ্রবেশ। বছরের পর বছর ধরে ভোটে রিগিং করতে এসব রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস। বোঝাই যাচ্ছে ২০২৬-র স্বপ্নে পেরেক পড়ছে বলেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়', অভিযোগ বিরোধী দলনেতার।

, আজকে পশ্চিমবঙ্গে যা জানা গিয়েছে, ৫.৫ শতাংশ নাম বাদ গিয়েছেগুজরাতে তো সবথেকে বেশি হয়েছে এই কাণ্ড : জয়প্রকাশ 

 এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, শুভেন্দু অধিকারী যদি এটা বলেন, কতখানি মিথ্যাচার, সবথেকে নাম বাদ গেছে কোন রাজ্যে ? তাহলে গুজরাতে তো সবথেকে বেশি হয়েছে এই কাণ্ড। আজকে পশ্চিমবঙ্গে যা জানা গিয়েছে, ৫.৫ শতাংশ নাম বাদ গিয়েছে। গুজরাতে সেটা ৯ দশমিক নাম বাদ গিয়েছে। তাহলে গুজরাত এতদিন তাই করেছে। অমিত শাহর নির্বাচন তাহলে ভুয়ো ভোটারদের দিয়ে হয়েছে। সেখানে কোন বাংলাদেশি আছে, কোন রোহিঙ্গা আছে, বলতে পারবেন শুভেন্দু অধিকারী?'

যে জায়গাগুলি থেকে ভোট চুরি ভোট লুট করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার একদম হেঁসেলে আগুন লেগে গিয়েছে : সজল ঘোষ

অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, সকাল প্রথমত, জয়প্রকাশ মজুমদারের পবিত্র কণ্ঠস্বর আমি শুনেছি। তারপর তার প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা ও ধৃষ্টতা কোনওটাই আমার নেই। আমি যেটা বলব, সেটা হচ্ছে শুভেন্দু বাবু যে কথাটা বলেছেন, একেবারে ১০০ শতাংশ সত্য। যে জায়গাগুলি থেকে ভোট চুরি ভোট লুট করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার একদম হেঁসেলে আগুন লেগে গিয়েছে। তাঁর পুরো হেঁসেলই আগুন লেগেছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি ছটছট করছেন।