বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: অভিষেকের নির্দেশে, জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি কমিশনের। কমিশন-তৃণমূল বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি অভিষেকের। 'কমিশন স্বচ্ছ হয়ে থাকলে কেন বন্ধ দরজার আড়ালে রয়েছে? নির্বাচন কমিশন কি স্বচ্ছতার প্রমাণ দিতে রাজি?', এক্স পোস্টে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

আরও পড়ুন, 'বাংলা দখল BJP করতে চায় না..' ! মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি

মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি। অনুমতি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে প্রতিনিধিদের নাম জানালেন ডেরেক ওব্রায়েন. প্রতিনিধি দলে থাকবেন ১০ জন সাংসদের প্রতিনিধি। দলের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ওব্রায়েন। থাকবেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন-সহ ১০ সাংসদ।

SIR-আতঙ্কে সাধারণ মানুষ থেকে একাধিক BLO-র মৃত্য়ু ও আত্মহত্য়ার অভিযোগ, এবার বড় প্রশ্ন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 

SIR-আতঙ্কে সাধারণ মানুষ থেকে একাধিক BLO-র মৃত্য়ু ও আত্মহত্য়ার অভিযোগ। এই প্রেক্ষিতে, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR করা হবে না, সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, আত্মঘাতীদের চিঠি ও ভিডিও নিয়ে, তৃণমূলের ১০ সাংসদকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

'কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR করা হবে না ?' এই প্রশ্নও তোলেন অভিষেক

সূত্রের খবর, সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর এ নিয়ে কোনও ব্য়বস্থা নিচ্ছে না। তিনি বলেন, BLO-রা নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী। তাঁদের মৃত্যুর দায় অস্বীকার করতে পারে না কমিশন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR করা হবে না, সেই প্রশ্নও তোলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

'বিজেপি বিভিন্ন রাজ্য়ে সরকার গঠনের জন্য় নির্বাচন কমিশনকে ব্য়বহার করছে', কমিশনের উদ্দেশে কী বললেন অভিষেক ?

ভার্চুয়াল বৈঠক থেকে, বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এরা ভোট চোর। ভোট চুরি করবে। আমাদের হাতেনাতে ধরতে হবে। বিজেপি বিভিন্ন রাজ্য়ে সরকার গঠনের জন্য় নির্বাচন কমিশনকে ব্য়বহার করছে। সূত্রের খবর, এই প্রেক্ষিতে, দিল্লি, মহারাষ্ট্রের উদাহরণ টেনে অভিষেক বন্দ্য়োপধ্য়ায় বলেন, এখানে পিচ আলাদা। এখানে খেলা অত সহজ নয়।