সন্দীপ সরকার, কলকাতা : আজ তিনি অনেকটা থিতু। কাল যেভাবে ঝাঁঝালো বক্তব্য রেখেছিলেন জোকা ইএসআই-তে, আজ সেই ঝাঁঝ নেই বললেই চলে। তবে অভিযোগটা আছে। মঙ্গলবার মেডিক্যাল টেস্ট সেরে গাড়িতে ওঠার সময়, পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন শুভ্রা ঘোড়ুই। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা ওই মহিলার মুখোমুখি এবিপি আনন্দর প্রতিনিধি। জুতো ছোড়া নিয়ে আজ কী বললেন শুভ্রা?
যদিও, জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে পড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা এই মহিলা মঙ্গলবার দাবি করেন, তিনি স্কুল শিক্ষিকার চাকরির জন্য চেষ্টা করেও পাননি। তিনি বলেন, ' আমি ওনাকে জুতো মারতে এসেছি, জুতো মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছি। জন সাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে, কোটি কোটি টাকা, ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, আবার বলেন কেন? ওনাকে এসি গাড়ি চড়িয়ে, ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। '
এরই মধ্যে এই ঘটনাকে তৃণমূলের প্রতি প্রতিরোধের প্রতীক আখ্যা দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে লেখেন, ' উনিই প্রকৃত মহিষাসুরমর্দিনী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করবেন।'