কলকাতা : আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে, রবিবার বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। যার জেরে কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Forecast of Rain)। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে।
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম।
বঙ্গের আবহাওয়া- (Weather Update of Bengal)
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন ; বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের আবহে আজ কেমন দুই বর্ধমানের আকাশ ?