কলকাতা : আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সূর্য। এর মধ্যেই ফের চড়ল পারদ।  মাঘে দেখা নেই হাড়কাঁপানো ঠাণ্ডার। উল্টে ঘুরতে শুরু করেছে সিলিং ফ্যান। সরস্বতী পুজোর দিন এ দৃশ্য বিরল। এ বছর কিন্তু এমনটাই দেখা গেল ঘরে ঘরে। সরস্বতী পুজো পার হলেও ঠান্ডার অনুভূতি নেই । বরং তাপমাত্রা ঊর্ধ্বমুখী। 

আবহাওয়া দফতর সূত্রে খবর (  Local Weather forecast for Kolkata ), আজও দিন শুরু কুয়াশা দিয়েই হবে। জেলায় জেলায় সকাল অবধি কুয়াশা থাকবে। তারপর আস্তে আস্তে রোদ উঠবে। দিন মোটামুটি ঝলমলেই কাটবে। তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী। সকাল থেকেই কপালে বিন্দু বিন্দু ঘাম শহরবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature )  থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ( Minimum Temperature )  ঘোরাফেরা করবে ১৯ ডিগ্রির আশেপাশে। 

আরও পড়ুন :

 কনকনে শীত শৈলশহরে, মেঘ-রোদ্দুরে জমজমাট দার্জিলিং



আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে শুক্রবার কলকাতায় দিনের সবথেকে বেশি পারদ উঠবে ( Maximum Temperature ) ৩০. ৮ ডিগ্রিতে, যা কি না স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ( Minimum Temperature ) ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতালে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমান ৯২ %।  গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়তেই তা কেটে দেখা দেয় রোদ্দুর।

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? আবহাওয়া দফতর জানাচ্ছে,           

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
27-Jan 18.0 31.0
Fog/mist in the morning and mainly clear sky later
28-Jan 17.0 30.0
Mainly Clear sky
29-Jan 16.0 29.0
Mainly Clear sky
30-Jan 16.0 28.0
Mainly Clear sky
31-Jan 17.0 29.0
Mainly Clear sky
01-Feb 18.0 30.0
Mainly Clear sky
02-Feb 15.0 30.0
Mainly Clear sky

ABP Ananda                                    

Social Media Handles:

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatvFacebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda