সঞ্চয়ন মিত্র, কলকাতা : আরও একটু কমে স্বাভাবিকে নামলো কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ( Kolkata Lowest Temperature ) । আগামী ২৪ ঘণ্টা এরকম পরিস্থিতি। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
শুক্রবার থেকেই হাওয়া বদল রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ২৫শে ডিসেম্বর বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।
আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। উত্তুরে হাওয়া কার্যত থমকে গেছে। এর ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে। ছ
আরও পড়ুন :
লক্ষ্মীবারে কোন কোন রাশির অর্থাগমের ইঙ্গিত, কাদের বিপুল খরচ, রাশিফল
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
21-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
22-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
23-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
24-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
25-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
26-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
27-Dec | 19.0 | 29.0 | Mainly Clear sky |
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। আগেরদিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।