West Bengal Live Blog: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল

West Bengal Live Blog Update : চলতি মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এক হাজার ৩০০ জন

ABP Ananda Last Updated: 28 Jul 2025 01:12 AM

প্রেক্ষাপট

কলকাতা: বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে ৭০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেতাজি বার্থ ডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল।বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারী! উত্তরবঙ্গে এনআরসি-র পাল্টা দক্ষিণবঙ্গে সিএএ ইস্যুতে তোলপাড়...More

Park Street: গভীর রাতে, খাস কলকাতার পার্ক স্ট্রিটের ব্যস্ততম রাস্তায় নামল ধস

গভীর রাতে, খাস কলকাতার পার্ক স্ট্রিটের ব্যস্ততম রাস্তায় নামল ধস। শনিবার রাতে, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনের রাস্তায়, তৈরি হল বিরাট বড় গর্ত। অত রাতে গাড়ি চলাচল না হওয়ায় এড়ানো গেছে বড়সড় বিপদ। যদিও কারণ ঘিরে এখনও ধন্ধে কলকাতা পুরসভা।