পার্থপ্রতিম ঘোষ, করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী: বহরমপুর (Baharampur) হত্যাকাণ্ডের ঘটনায় চরমে উঠছে রাজনীতি। কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ (Fact Finding Team) পাঠাচ্ছেন বহরমপুরে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাল্টা, খুনে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। অস্বীকার করেছে বিজেপি (bjp)।


রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কলেজ ছাত্রী। পাশে দাঁড়িয়ে রাগে গজরাচ্ছে যুবক। হাতে ধারালো ছুরি। একের পর কোপ। এই ভয়ঙ্কর ঘটনা ঘিরে চরমে উঠছে রাজনীতি! মঙ্গলবার ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, জানতে চাই মাননীয়া কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছেন বহরমপুরে? আপনার শাসনকালে অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আপনি আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পদত্যাগ করুন এবং যোগ্য কাউকে দায়িত্ব দিন।


বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, দুষ্কৃতীরা জানে তাদের কেউ কেশাগ্র স্পর্শ করবে না। ওরা ভিডিও করতে করতে মেরেছে..যে ভাবে আক্রমণ হয়েছে নিন্দার ভাষা নেই। আমি ট্যুইট করে বলেছি, উনি তো জাহাঙ্গীরপুরীতে ফরিদদের বাঁচাতে ফ্যাক্টফাইন্ডিং টিম পাঠিয়েছিলেন, বহরমপুরে পাঠান। পাল্টা ফেসবুক পোস্টে, খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীর এই ফেসবুক পোস্টগুলির স্ক্রিনশট দিয়ে। 


আরও পড়ুন: Hooghly: ধনিয়াখালিতে স্বামীর সঙ্গে পরিকল্পনা করে প্রেমিককে খুন, কুয়ো থেকে উদ্ধার মৃতদেহ


তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য বলেন, শুভেন্দু বাবু, বহরমপুরের কুখ্যাত খুনি এই সুশান্ত আপনাদের দলের কর্মী। আগে নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে বেড়ে ওঠা একটাও ভদ্রলোককে আজ অবধি দেখলাম না। সবকটা ধর্ষক, খুনী, চোর, জল্লাদ নয়ত লোডশেডিং করে জেতা লোকজন!


বহরমপুর শহরে ভর সন্ধেয় এভাবে একজন ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। বহমপুরের সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। থানা ঘেরাও কর্মসূচি নেয় সিপিএম। সব মিলিয়ে বহরমপুরের বুকে এই ভয়ঙ্কর ঘটনা ঘিরে উত্তাল রাজনীতি।