কলকাতা : ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। মিন্টো পার্কেও চলে টহলদারি। সকাল সকাল এক চোট হয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূলের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। তৃণমূলের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলে বিজেপি, জবাব দেয় তৃণমূল । এরই মধ্যে একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল ভবানীপুরে । রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে চেতলায় সিপিএমের ক্যাম্পে গিয়ে ভাঁর হাতে চা খেতে বসে গেলেন পুর প্রশাসক ববি হাকিম। চায়ে চুমুক দেওয়ার আগে জিগ্যেসও করলেন .... চায়ে চিনি দিয়েছ তো ? বাংলার রাজনীতির সাম্প্রতিক উত্তপ্ত আবহের মাঝে এমন সৌজন্য - চিত্র বড় একটা দেখা যায় না। তৃণমূলের হাইপ্রোফাইল নেতা কি না সিপিএম ক্যাম্পে ? উপস্থিত সিপিএম নেতা বললেন, আমাদের রাজনীতির সম্পর্ক নয়, অন্যরকম রিলেশন !
Bhabanipur: ভবানীপুরে সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2021 11:16 AM (IST)
সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম। পাড়ার ছেলে, এখানে রাজনীতি নেই, মন্তব্য পরিবহণমন্ত্রীর।
ভবানীপুরে সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ
Published at: 30 Sep 2021 10:47 AM (IST)