কলকাতা: পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে পুলিশের বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকি (Naoshad Siddique ) । ভাঙড়ের কর্মিসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি নওশাদের । নাম না করে ভাঙড় থানার ওসিকে হুঁশিয়ারি  দিলেন বিধায়ক। 

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ। হুঙ্কার - পাল্টা হুঙ্কার। রাজনীতির এই তাঁবু , ওই তাঁবুর বাক্যবাণের লড়াই তো চলছেই। এবার বাক্যবাণ সরাসরি আইনের রক্ষকের দিকেই।


আরও পড়ুন- ৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !


নওশাদ সিদ্দিকির সরাসরি হুমকি, ‘ট্রান্সফার নিয়ে যেখানেই চলে যান না কেন, একদিন ভাঙড়েই ফিরিয়ে আনব, তখন ট্রাফিক পুলিশের কাজ করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে সারাদিন গাড়ি লক্ষ্য করে হাত দেখাবেন’ ভাঙড়ে দলীয় কর্মিসভা থেকে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। 


দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বরাবরই উত্তেজনাপূর্ণ। এবার সেই উত্তাপই বাড়ল বিধায়কেরই হুঙ্কারে। 


 






আজকের শিরোনাম


১। আইনে সংস্থান নেই। তাও কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার? কীভাবে সই করলেন মন্ত্রীরা? কেউ সতর্ক করলেন না? আমি বিস্মিত, মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের।


২। ব্রাত্যর নির্দেশে অতিরিক্ত শূন্যপদ। আদালতের প্রশ্নে উত্তর শিক্ষাসচিবের। বললেন, আইনি পরামর্শ নিতে বলেছিলেন শিক্ষামন্ত্রী। অবৈধদের বাঁচাতে এত কিছু? প্রশ্ন আদালতের।


৩। ক্যাবিনেটকে বলতে হবে যে তাঁরা অযোগ্যদের পাশে নেই। না হলে এমন পদক্ষেপ করব যা দেশে হয়নি। তৃণমূলের মান্যতা প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে। হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।


৪। শূন্যপদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রধান বিচারপতির।


৫। সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পালকে নিয়ে শুভেন্দু অধিকারী। সৌজন্য সাক্ষাৎ, সংবিধান দিবস উপলক্ষ্যে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, বললেন বিরোধী দলনেতা।


৬। অনুব্রত মণ্ডলের আরও ১৪ দিনের জেল হেফাজত। চলতি সপ্তাহে কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। দিল্লি হাইকোর্টে ১ ডিসেম্বর পর্যন্ত পিছোল শুনানি।