হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ভাঙড়ে গেলেন এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলবন্দি থাকার পর ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। আজ ভাঙড়ে পা রাখার পর ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় নৌশাদকে। 


টার্গেট পঞ্চায়েত ভোট। সংগঠনের হাল ফেরাতে, গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে, শনিবার ভাঙড়ে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়... ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে। আর রবিবার, সেই ভাঙড়ে দাঁড়িয়েই.... চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বললেন, শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েতে শাসককে খুঁজে পাওয়া যাবে না। ৪২ দিন বন্দি থাকার পর ৪ মার্চ জেলমুক্তি। তারও সপ্তাহখানেক পর রবিবার ভাঙড়ের মাটিতে পা রাখেন নৌশাদ। 


কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে হুডখোলা গাড়িতে ভাঙড় প্রদক্ষিণ করেন। ভাঙড়ের যে হাতিশালা থেকে গত ২১ জানুয়ারি অশান্তির সূত্রপাত। টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার। এদিন সেই হাতিশালা থেকেই মিছিল শুরু করেন নৌশাদ সিদ্দিকি। একদা শক্ত ঘাঁটি, এই ভাঙড়, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা! লাগাতার অশান্তি। বিধানসভা ভোটে হার, এসবের নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের অন্দরে কোন্দলের তত্ত্ব...পাশাপাশি, সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে হার...চিন্তা বাড়িয়েছে রাজ্য়ের শাসকদলের। এই পরিস্থিতিতে, শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে, দুই বিবদমান নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের উপস্থিতিতে, ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় সওকত মোল্লাকে। 


ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ১৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেঁওতা ১ এবং বামনঘাটা, এই দুই পঞ্চায়েত এলাকা ছাড়া ১১টি পঞ্চায়েতেই আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে কি সেই ব্যবধান ঘোচাতে পারবে তৃণমূল? নাকি, আইএসএফের দাপটে আরও বাড়বে ব্যবধান।  সেটাই এখন দেখার।


জেল থেকে মুক্তির পর, গত ৬ মার্চ বিধানসভায় পা রাখলেন নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক। তাঁর দাবি, আটকাবে জানতেন, কিন্তু ৪২ দিন জেলে থাকতে হবে ভাবেননি। রাজ্যে বিধায়কদেরও কোনও নিরাপত্তা নেই, তা বোঝাতেই এদিন ভাঙা গাড়িতে চড়ে বিধানসভায় এসেছেন বলে জানিয়েছেন নৌশাদ।