TMC : 'কাইজারের বিরুদ্ধে মুখ খোলায় হামলা',মমতা-অভিষেকের কাছে হাতজোড় করে বিচার চাইলেন করিম

Bhangar TMC Inner Clash : হাত জোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্রান্ত নেতা চেয়েছেন বিচার । 

Continues below advertisement

রঞ্জিত হালদার, শান্তনু নস্কর, ভাঙড় : পঞ্চায়েত ভোটের ( Panchayrt Poll )  আগে ভাঙড়ে  তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলিবৃষ্টি’ ! এলাকায় আতঙ্ক। ফের প্রকাশ্যে এল রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।

Continues below advertisement

ঘরের দেওয়ালে গুলির চিহ্ন

বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। 

অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত? 


অল্পের জন্য প্রাণরক্ষা। প্রায় কেঁদেই ফেলেন ফজলে করিম। কে করল তাঁর প্রাণনাশের চেষ্টা ? তাঁর দাবি,  ভোটের মুখে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত করা হয়েছে । এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। হাত জোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্রান্ত নেতা চেয়েছেন বিচার । 

কী ছিল ভাইরাল ক্লিপে ?

পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। ভাঙড়ে তৃণমূলে অন্তর্ঘাতের চেষ্টার অভিযোগ ওঠে দলেরই নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে। তখন কাইজারকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল নেতা ফজলে করিম  । এর কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয় এক  ভিডিও। তাতে দুই ব্যক্তির কথোপকথনে ভাঙড় থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিতে শোনা যায়! সেখানে একটি কণ্ঠে শোনা যায়, ' ছোট ভাইজান আমাকে একটা কথা বলেছে, ঠিক আছে, যে সরিফুল ভাই একটা কথা শুনে রাখ, তুমি কাইজারদাকে ফিল্ডে খেলতে বলো, ঠিক আছে। পরবর্তীতে উনি ব্লক সভাপতি, জেলা পরিষদ যে কোনও একটা জায়গায়, আমাদের MP’র তো দরকার, আমরা MP বানাব। ' তখন দ্বিতীয় কণ্ঠে শোনা যায়, ওসব বলে লাভ নেই, ওতো সোজা নয়।

এই অডিও ক্লিপ ভাইরাল হতেই কাইজার আহমেদের বিরুদ্ধে সরব হন ভাঙড় ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রাণগঞ্জের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম।  কাইজারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। যদিও বিষয়টিকে 'গট আপ গেম, পুলিশ ও দল তদন্ত করুক' বলে পাল্টা চ্যালেঞ্জ ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি কাইজার আহমেদ।

Continues below advertisement
Sponsored Links by Taboola