Bharat bandh LIVE updates : ধর্মঘটিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি , পাইকপাড়ায় কাটাকুটি খেললেন বাম কর্মী-সমর্থকরা
Nationwide strike : প্রথম দিন অবরোধের জেরে উত্তেজনা ছড়াল শহরের উত্তর থেকে দক্ষিণে। ব্যর্থ হয়েছে ধর্মঘট, কটাক্ষ তৃণমূলের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
হাওড়ার ডোমজুড় স্টেশনে আজ সকাল সোওয়া ৯টা নাগাদ বাম কর্মী সমর্থকরা রেল অবরোধ করে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ডাউন আমতা লোকাল এর জেরে আটকে পড়ে। প্রায় মিনিট ১৫ চলে অবরোধ। পরে রেল পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তারপর ট্রেন চলাচল শুরু হয়।
হাওড়ায় ২ নম্বর জাতীয় সড়কে বালি হল্টে আজ সকাল ৯টা নাগাদ আধ ঘণ্টা অবরোধ করেন ধর্মঘটের সমর্থকরা। রাস্তায় অবরোধকারীরা ফুটবলও খেলেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
পাইকপাড়ায় আজ মিছিল করে এসে রাজা মণীন্দ্র রায় রোডে রাস্তায় বসে কাটাকুটি খেললেন বাম কর্মী-সমর্থকরা। প্রায় মিনিট ১৫ এই অবরোধ চলে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে মুচিপাড়া মোড়ে আজ সকালে অবরোধের চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা। রাস্তার ওপর টায়ার জ্বালানো হয়। ঘটনাস্থলে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। প্রায় ৪০ জন বাম কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
কসবার হালতু সাঁপুইপাড়ায় ধর্মঘটের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়াল। আজ সকালে সাঁপুইপাড়ায় বাম কর্মী সমর্থকরা মিছিল বের করেন। সেই মিছিল থেকে গাড়িও আটকানো হয় বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। তার জেরে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।
বাঘা যতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল। বারাসাত, দাসপুর, রামপুরহাট, চণ্ডীপুরে অবরোধ। কোচবিহারে বাস পরিষেবায় প্রভাব।
বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্ম সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়।
মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস থেকে হুমকি দিয়ে যাত্রীদের নামিয়ে দিলেন ধর্মঘটের সমর্থকরা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও।
রেল থেকে রাস্তা অবরোধ। নতুন শ্রম কোড-সহ মোদি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে, বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজও পথে নেমেছেন বাম সমর্থকরা। চলছে মিছিল-অবরোধ-বিক্ষোভ।
প্রেক্ষাপট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -