কলকাতা : মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে আজ ও কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন। সমর্থন জানিয়েছে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। একইসঙ্গে টানা দু’দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। ফলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


দমদম মেট্রো স্টেশন

ধর্মঘটের সমর্থনে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্বে জমায়েত। স্লোগান দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষকে ধর্মঘটের কারণ বোঝানোর চেষ্টা করেন ধর্মঘটিরা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা। 


গোলপার্ক 


ধর্মঘটের সমর্থনে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্বে জমায়েত। স্লোগান দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষকে ধর্মঘটের কারণ বোঝানোর চেষ্টা করেন ধর্মঘটিরা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা। 


যাদবপুর
যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। 



কোচবিহার
বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে কোচবিহার শহরে রাস্তায় টায়ার জ্বালানো হয়। পরে পুলিশ গিয়ে নিভিয়ে দেয়। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের সামনে বামপন্থীরা পিকেটিং শুরু করায় পুলিশের সঙ্গে বচসা বাধে। 


পশ্চিম মেদিনীপুর 
ধর্মঘটিরা অবরোধ করায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে শতাধিক গাড়ি। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। 


ঘাটাল 
ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।


বীরভূম
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না