Bharat Bandh Live Updates: এন্টালিতে বামেদের মিছিল, নেতৃত্বে বিমান, সেলিম, সূর্যকান্তরা

West Bengal Bharat Bandh Live Updates: দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক বামেদের। বিভিন্ন জায়গায় অবরোধ, মিছিল। সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Mar 2022 02:17 PM

প্রেক্ষাপট

কলকাতা : যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের...More

Bharat Bandh Live : যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা

লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।