Bharat Bandh Live Updates: এন্টালিতে বামেদের মিছিল, নেতৃত্বে বিমান, সেলিম, সূর্যকান্তরা
West Bengal Bharat Bandh Live Updates: দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক বামেদের। বিভিন্ন জায়গায় অবরোধ, মিছিল। সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ
লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ধর্মঘটের প্রভাব পড়েছে কর্মব্যস্ত ধর্মতলা চত্বরে। অফিস টাইমে রাস্তায় যান চলাচল অন্যদিনের তুলনায় কম।
রাসবিহারীতে বামেদের মিছিল। ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা।
ধর্মঘটের সমর্থনে এন্টালিতে বামেদের মিছিল। এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল শেষ হবে। মিছিলে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, মনোজ ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ বাম নেতারা।
পশ্চিম মেদিনীপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেলদা শাখা বন্ধ করে দেন ধর্মঘটিরা। ব্যাঙ্ক থেকে গ্রাহকদের বের করে শাটার নামিয়ে দেওয়া হয়
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬ বি জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ। তা নিয়ে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা হয়। অন্যদিকে, পাঁশকুড়ার মেচোগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি হয়। অবরোধের জেরে একঘণ্টা রাস্তায় আটকে থাকেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। পরে পুলিশের সাহায্যে তিনি এলাকা ছাড়েন।
শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত ও হোগলা স্টেশনের মাঝে রেললাইন অবরোধ বাম কর্মী, সমর্থকদের। আপ ও ডাউনে আটকে পড়ে একাধিক লোকাল। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে মথুরাপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। আটকে পড়ে লোকাল ট্রেন।
দুর্গাপুরে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার সামনে ধর্মঘটিদের বিক্ষোভ। দুর্গাপুর স্টেশন বাজার শাখা বন্ধ করার চেষ্টা করেন ধর্মঘটিরা। পুলিশ গিয়ে ব্যাঙ্ক খুলে দেয়।
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না। বোলপুর বাস স্ট্যান্ডের কাছে বোলপুর রোড অবরোধ করেন এসইউসি-র কর্মীরা।
বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে কোচবিহার শহরে রাস্তায় টায়ার জ্বালানো হয়। পরে পুলিশ গিয়ে নিভিয়ে দেয়। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের সামনে বামপন্থীরা পিকেটিং শুরু করায় পুলিশের সঙ্গে বচসা বাধে। কোচবিহার কেশব রোডে ঢিল ছুড়ে সরকারি বাসের কাচ ভেঙে দেন ধর্মঘটিরা।
ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।
জলপাইগুড়ির ধূপগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা। ধর্মঘটিরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করায় পুলিশ বাধা দিলে বচসা বাধে। ধূপগুড়ি শহরে বেসরকারি বাস চলাচল বন্ধ। সরকারি বাস চললেও যাত্রী কম। এর পাশাপাশি, জলপাইগুড়ি শহরেও বন্ধ বেসরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোর সামনে ধর্মঘটিরা সরকারি বাস আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা বাধে। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
দুর্গাপুর স্টেশন রোডে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস আটকান ধর্মঘটিরা। এরপর দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করেন তাঁরা। ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক পুলিশ কর্মী।
হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝখানে রেল অবরোধ বাম কর্মী, সমর্থকদের। আটকে পড়ে কয়েকটি ট্রেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। আপ-ডাউন মিলিয়ে আটকে পড়ে একাধিক লোকাল।
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না।
বাগুইআটি ৪৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে উত্তেজনা। শুয়ে পড়ে ভিআইপি রোড অবরোধ করেন ধর্মঘটিরা। যান চলাচল ব্যাহত হয়। আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
ধর্মঘটের প্রভাব উত্তরবঙ্গেও। কোচবিহারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসে ভাঙচুর। জলপাইগুড়িতে দোকান বন্ধ রাখার আবেদন।
বাগুইআটিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ ধর্মঘটীদের। গোলপার্কে রাস্তায় জ্বালানো হল টায়ার। লেকটাউনে বাইক চালকের সঙ্গে বচসা।
প্রেক্ষাপট
কলকাতা : যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। ঘটনাস্থলে পুলিশ এলে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। পতাকা নিয়ে রেললাইনে নেমে পড়েন তাঁরা। আটকে পড়ে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
এক নজরে বনধের খবর :
- কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ। দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক বামেদের। বিভিন্ন জায়গায় অবরোধ, মিছিল। সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ।
- যাদবপুর-হুগলি-শ্রীরামপুর-বেলঘরিয়া-শ্যামনগর-কুলগাছিয়া-ডোমজুড়-দক্ষিণ বারাসাত-জয়নগরে দফায় দফায় রেল অবরোধ। ভোগান্তি যাত্রীদের।
- বাগুইআটিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ ধর্মঘটীদের। গোলপার্কে রাস্তায় জ্বালানো হল টায়ার। লেকটাউনে বাইক চালকের সঙ্গে বচসা।
- ধর্মঘটের প্রভাব উত্তরবঙ্গেও। কোচবিহারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসে ভাঙচুর। জলপাইগুড়িতে দোকান বন্ধ করার চেষ্টা।
- লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -