বিধাননগর: ইডি (Enforcement Directorate) অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ উঠল বিধাননগরে (Bidhannagar)। এই ঘটনায় ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক বিট্টুকুমার সিং। তাঁর অভিযোগ, বিধাননগরের (Bidhannage) পুলিশ কমিশনারের অফিসের অদূরেই পাঁচ দুষ্কৃতী এসে প্রথমে তাঁর গাড়ি থামায়। গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর। গাড়ির ভিতর থেকে নথিও ছিনিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ইডি অফিসে ব্যবহৃত অন্যান্য গাড়ির চালকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।


উল্লেখ্য, ইডি-সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার (West Bengal Government)। বিরোধিতা করবে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের (Supreme Court) সাম্প্রতিক রায়ের পর এই আলোচনাই অযৌক্তিক। যদিও সরকারপক্ষের প্রস্তাবে কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেটাই তুলে ধরা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেও সরব হবে সরকারপক্ষ। বিধানসভা সূত্রে খবর, আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) অংশ নিতে পারেন। বেছে বেছে বিরোধীদের গ্রেফতার করছে ইডি-সিবিআই। আজ পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিচ্ছে, আগামীদিনে তা অন্য রাজ্য অনুসরণ করবে, দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santanu Sen)।


অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত। আজ গরু পাচার মামলায় বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, উনি প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে বাইরে গিয়ে সাক্ষীদের হুমকি দিতে পারেন। তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন।


২টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগ মিলেছে। ২০১৫-থেকে ২০১৯-এর মধ্যে ওই দুই সংস্থার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। গত কয়েকদিনে কয়েকজন সন্দেহভাজনের হদিশ মিলেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অনুব্রতর আইনজীবী সওয়ালে বলেন, আদালত চাইলে অনুব্রত মণ্ডল বীরভূমে ঢুকবেন না। কলকাতায় থাকবেন। প্রয়োজনে প্রতিদিন সিবিআই দফতরে হাজিরা দেবেন। দু’পক্ষের সওয়াল শোনার পর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, এই মামলায় নির্দিষ্ট মেয়াদের আগেই চার্জশিট দিতে পারে সিবিআই।