কলকাতা : SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করেছে ইডি। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। ED’র তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা’র ১০৩ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে চার্জশিটে। এরপর ওই চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর দাবি করে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । 


তাইল্যান্ড-গোয়ায় পারেথ অর্পিতা
১৭২ পাতার চার্জশিট-সহ ১৪ হাজার ৬৪০ পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। তাতে দাবি, একাধিকবার তাইল্যান্ড-গোয়ায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ২০১৪-১৫ সালে তাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা। চার্জশিটে স্নেহময় দত্ত নামে একজনের বয়ান উল্লেখ করে দাবি ইডির। জানা গিয়েছে, ওই চর্জশিটের নথির মধ্যে রয়েছে ৪৩ জনের বয়ানের রেকর্ড।


অর্পিতা 'বস'!
তাইল্যান্ড এইচআর অ্যাসোসিয়েশনের নামে পার্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পার্থ-অর্পিতার সঙ্গে তাইল্যান্ড যাওয়ার দাবি করেছেন ওই স্নেহময়। তাঁর দাবি, তাইল্যান্ড যাওয়ার সমস্ত খরচ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অর্পিতার সঙ্গে স্নেহময়ের পরিচয় করিয়ে দেন পার্থ। অর্পিতাকে 'বস' হিসেবে স্নেহময়ের সঙ্গে পরিচয় করান প্রাক্তন শিক্ষামন্ত্রী। অর্পিতাকে সিমবায়োসিস মার্চেন্টস বলে সংস্থার বস হিসেবে পরিচয় করান পার্থ। স্নেহময়ের বয়ানের উল্লেখ করে ১৭২ পাতার চার্জশিটে এমনই দাবি করেছে ইডি।


মা হতে চেয়েছিলেন অর্পিতা ?
সূত্রের খবর, ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। আপত্তি নেই জানিয়ে তাতে নো-অবজেকশনও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকারও করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়। 

ED’র চার্জশিটে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা এবং ৫ কোটি টাকার সোনা। এছাড়াও নামে-বেনামে ফ্ল্যাট, ফার্ম হাউস, অভিজাত এলাকায় জমির কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ৩৩ লক্ষ টাকা। এর পাশাপাশি, পার্থ-অর্পিতার ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করার কথা ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ED’র চার্জশিটে বলা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ফের এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করবে ED।