কলকাতা: সল্টলেকে (Saltlake) নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিধাননগর (Bidhanngar) পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভ। ঘটনায় ধুন্ধুমার এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। 


থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি (BJP)। গতকাল রাতেই শুভেন্দু অধিকারী জানান, বিধাননগর পূর্ব থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করবেন বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা। সেইমতো গন্ডগোল ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। থানার সামনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ।  


এ দিন পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF। থানার সামনের রাস্তা ঘিরে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে।  গতকাল সল্টলেকের বি জে ব্লকে বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।  বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূল প্রার্থী সব্য্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব্যসাচী এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।


ভোটের আগে সল্টলেকে (Saltlake) বিজেপির (BJP) নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে গতকাল। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।


বিধাননগরের বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আহত কর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাল বিধাননগর (Bidhannagar) পুরনিগমের সব বিজেপি প্রার্থীরা অবস্থান করবেন। বিধাননগর (Bidhannagar) পূর্ব থানায় বেলা ১২ থেকে দুপুর ১ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ। অভিযুক্তরা গ্রেফতার না হলে বিধাননগর কমিশনারেট অভিযান হবে।’


বিজেপির নির্বাচনী অফিসে ভাঙচুর। ভেঙে চুরে পড়ে রয়েছে কম্পিউটার। আসবাবপত্র। হামলার শিকার হয়েছেন কয়েকজন বিজেপি কর্মীও। অভিযোগের তির তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের দিকে।


১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভার ভোট। তার আগে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়াল সল্টলেকের বি জে ব্লকে। বিজেপির দাবি, এদিন বিকেলে হঠাত্‍ই একদল যুবক তাদের নির্বাচনী অফিসে ঢুকে তাণ্ডব চালায়। পাশাপাশি মারধর করা হয় বেশ কয়েকজন কর্মীকে। 


অভিযোগ, হামলাকারীরা সব্যসাচী দত্তর অনুগামী। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বিধানসভার বিরোধী দলনেতা। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পর, বিধাননগর পূর্ব থানায় যান শুভেন্দু অধিকারী।


বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার বিধাননগর পূর্ব থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবেন বিজেপির প্রার্থীরা, অভিযুক্তদের না ধরা হলে শুক্রবার কমিশনারেটের অফিস ঘেরাও হবে।


এই বিষয়ে তৃণমূল নেতা ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত জানিয়েছেন, বিজেপি বা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করবেন না।