রঞ্জিত সাউ, বিধাননগর: কলকাতা পৌরসভার (Kolkata Municipal Corporation) দেখাদেখি এ বার তৎপর বিধাননগর পৌরসভাও (Bidhannagar Municipal Corporation)। হুঁকোর সুখটানে সেখানেও রাশ টানার প্রস্তুতি শুরু হল (Hookah Bars)। বিধানসভা পৌরসভা এলাকায় হুঁকো ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণে আপত্তি জানিয়ে  পুলিশের কাছে জমা পড়ল আর্জি।  এমন আর্জি জানালেন খোদ বিধানসভা পৌরসভার চেয়ারপার্সন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। ব্যক্তিগত ভাবে এমন অনুরোধ জানিয়েছেন তিনি।


কলকাতা পৌরসভার দেখাদেখি এ বার তৎপর বিধাননগর পৌরসভাও


ব্যক্তিগত ভাবে এমন আর্জি জানিয়েছেন সব্যসাচী। পুলিশের কাছে তিনি আবেদন জানিয়েছেন যে, এলাকায় যে সমস্ত হুঁকো ব্যবসা রয়েছে, তাদের লাইসেন্সের আর যেন পুনর্নবীকরণ না হয়। পৌরসভার বাৎসরিক বৈঠক রয়েছে সামনেই। তার আগেই হুঁকো ব্যবসা নিয়ে আপত্তির কথা জানালেন সবস্যসাচী। এর আগেও এক বার এমন আবেদন জানিয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: Mamata Banerjee: ফুল, ধূপ, চাদরের ঝুড়ি মাথায় নিয়ে ফিরহাদ, রাজস্থানে অজমের শরিফে মমতা, পরের গন্তব্য পুষ্করের মন্দির


এর আগে, গত ৫ ডিসেম্বর বিধাননগর পুলিশ কমিশনারকে এই মর্মে চিঠি দেন সব্যসাচী। এলাকায় থাকা হুঁকো ব্যবসাগুলির বিরুদ্ধে ব্যবস্থ নিতে আবেদন জানান তিনি। আসন্ন বাৎসরিক বৈঠকে এই মর্মে আনুষ্ঠানিক প্রস্তাবও জমা দেবেন বলে জানিয়েছেন। আগামী ২৩ জানুয়ারি বিধাননগর পৌরসভার বাৎসরিক বৈঠক। সেখানে প্রস্তাব জমা দিলে, কোনও কাউন্সিলর বা মেয়র খোদ তাতে আপত্তি করবেন না বলে আশাবাদী সব্যসাচী।


ঝাঁপ ফেলতে হবে বিধাননগর পৌরসভা এলাকার হুঁকো ব্যবসায়ীদের! 


বিধাননগর পৌরসভা এলাকায় একাধিক  হুঁকো ব্যবসা রয়েছে। সব্যসাচীর এমন আবেদনে তাই দুশ্চিন্তা বেড়েছে হুঁকো ব্যবসার মালিকদের। শীঘ্রই সমস্যায় পড়তে হবে ভেবে আশঙ্কিত তাঁরা।  তবে আবেদন জানালেও,  বিধাননগর পৌরসভা এলাকায় হুঁকো ব্যবসায়ীদের সত্যিই ঝাঁপ ফেলতে হবে কিনা, তেমন হলে কবে থেকে কার্যকর হবে নির্দেশ, তা নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি এখনও পর্যন্ত। 


এর আগে, শহরের সব হুঁকো ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরসভা। তার পর রাতের শহরে বার বার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেফতারও হন বেশ কয়েক জন। কলকাতা পৌরসভার মেয়র ফইরহাদ হাকিম জানান, অনেক ক্ষেত্রেই হুক্কা বারের আড়ালে নেশার আসর বসানো হয়। সে কারণেই হুঁকো ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা।