মুম্বই: 'কয়ামত সে কয়ামত তক' (Qayamat Se Qayamat Tak) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় আমির খানের (Aamir Khan)। ছবিটির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। একাধিক পুরস্কার জেতার সঙ্গে সঙ্গে দর্শকদের মন জিতে নেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানালেন যে, প্রথম ছবিতে অভিনয়ের সময়ে তিনি মাসে কত টাকা রোজগার করতেন।


প্রথম ছবির সময়ে আমির খানের পারিশ্রমিক-


সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার আমির খান জানালেন যে, সেই সময়ে তিনি কত টাকা রোজগার করতেন। পাশাপাশি, স্টারডম কথার অর্থও তিনি সে সময়ে বুঝতে পারেন। মনসুর আলি খানের এই ছবি অনেকগুলি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিল। সম্প্রতি অভিনেতা বলেন, 'আমি অ্যাওয়ার্ড নিয়ে মাথা ঘামাই না। আমার হয়তো এভাবে বলাটা উচিত নয়। কিন্তু সত্য়িই অ্যাওয়ার্ড নিয়ে আমার সন্দেহ আছে। তাই অ্যাওয়ার্ড জিনিসটা আমার উপর বিশেষ প্রভাব ফেলে না। আার কাছে অ্যাওয়ার্ড জেতাটা নয়, ছবিটা তৈরির সময়ে যে অভিজ্ঞতাগুলো হয়, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনসুর খুব ভালো একজন পরিচালক। ওর মাথাটা খুব পরিস্কার। কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোয় আমি তাই অনেক কিছু শিখেছি। আমার শেখাটাও খুব দ্রুত হয়েছে। সে সময়ে আমি মাসে হাজার টাকা রোজগার করতাম। আর তখন ওই টাকাটাই আমার কাছে অনেক ছিল।'


আরও পড়ুন - Moving In With Malaika: এই ছবির পর থেকেই আরবাজ-মালাইকার মধ্যে তিক্ততা শুরু হয়


'কয়ামত সে কয়ামত তক' ছবির সাফল্য প্রসঙ্গে আমির খান বলেন, 'যখন ছবিটা মুক্তি পায়, আমি ছাদের উপর ছিলাম। কত মানুষ প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমাতে শুরু করেছিল। যা দেখে আমি চমকে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম, আমার অভিনয় খুবই সাধারণ মানের হয়েছিল। আমার তো জুহির আর মনসুরের কাজ খুব ভালো লেগেছিল। কিন্তু আমারটা নয়। কিন্তু আমার প্রথম ছবিই সুপারহিট হয় এবং রাতারাতি আমি তারকা হয়ে যাই। সে সময়ে স্টারডম কি আমি জানতাম না। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা আমি বুঝতে পারি। লোকে আমাকে আলাদা করে চিনতে শুরু করে। আমাকে দেখে যেভাবে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল কিংবা রাস্তাঘাটে লোকে চিনতে শুরু করেছিল, তা আমাকে অবাক করে দেয়। মনে আছে, দিল্লিতে গিয়ে আমি হোটেলে ছিলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন বাজতে শুরু করে। অপারেটর ফোন করে প্রথমে। তারপর তাঁদের পরিবার, বন্ধুরা সকলে কথা বলতে শুরু করে। সবাই আমার সঙ্গে দেখা করতে আসে। আমার তো বাঁচা মুশকিল করে দিয়েছিল। সে সময়ে আমি নিজের জনপ্রিয়তা টের পেয়েছিলাম।'