কলকাতা: চলতে চলতে বেলাইন রেল ইঞ্জিন। রেল ট্র্যাক নয়, সোজা মাঠে নেমে এল রেলের লোকোমোটিভ ইঞ্জিন। বিহারের গয়ায় এমন একটি ঘটনার ছবি এখন ভাইরাল। শুক্রবার সন্ধের ওই ঘটনায় মাঠের মাঝে নেমে এসেছে রেলের ইঞ্জিন। এনডিটিভি সূত্রের খবর, বিহারের ওয়াজিরগঞ্জ স্টেশন এবং কোলহানা হল্টের মাঝে রঘুনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় কোনও হতাহত হয়নি।


ওই ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ ছিল না।  শুধু ইঞ্জিনটি একটি লুপ লাইনে গয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে কোনওভাবে বেলাইন হয়ে লাইন থেকে মাঠে নেমে আসে ইঞ্জিনটি। এনডিটিভি সূত্রের খবর, মাঠের মাঝে ইঞ্জিন নেমে আসার ঘটনা দেখতে ভিড় জমান আশেপাশের গ্রামের মানুষ। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
 
রেলের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছে যায় রেলের ত্রাণ ও উদ্ধারকারী দল। লাইনে ইঞ্জিন ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। এই ঘটনায় রেললাইন ও রেলওয়ে ইঞ্জিনের আংশিক ক্ষতি হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। যাত্রিবাহী কোনও ট্রেনের ইঞ্জিনে এমন ঘটনা ঘটলে বড় ধরনের রেল দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ নাগরিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত রেলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।  উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেলওয়ের কোনো কর্মকর্তা এ বিষয়ে কিছু বলা থেকে বিরত রয়েছেন।


 





বছরখানেকেরও বেশি সময় ধরে প্রায়শই সামনে আসছে রেল দুর্ঘটনার খবর। একই লাইনে ট্রেন এসে পড়া থেকে শুরু করে ২টি ট্রেনের সংঘর্ষ, বেলাইনের মতো ঘটনা ঘটেছে। এমন একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে যেখানে বহু প্রাণহানি ঘটেছে। সেই তালিকায় এটি নতুন সংযোজন, এখানে কোনও হতাহত না হলেও এটিও বেলাইনের ঘটনা। এর ফলে বারবার প্রশ্ন উঠছে রেলসুরক্ষা নিয়ে। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুুন: রবিবারও দুর্যোগের ঘনঘটা, অঝোর বৃষ্টিতে আজও ভিজবে কোন কোন জেলা?