পরিতোষ দাস, নানুর: রামপুরহাটে হত্যাকাণ্ডের (Rampurhat violence) তদন্তে ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। আর তারই মধ্যে নানুরের (Nanoor) থুপসাড়া গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ১০০টি তাজা বোমা (Bomb)। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পিছনের পুকুরপাড়ে তিনটি বালতিতে বোমাগুলি রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নানুর থানার পুলিশ ওই গ্রামে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে। 


রামপুরহাটকাণ্ডের তদন্তে সিবিআই


এদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে মৃতদের ডিএনএ নমুনা এর আগেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দিল্লিতে। সিবিআই সূত্রে খবর, এবার মৃতদের পরিবারের আটজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। তারপর তা মিলিয়ে দেখার জন্য পাঠানো হবে দিল্লিতে। মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। আজই মৃতদের পরিবারের ডিএনএ সংগ্রহ করা হতে পারে।


মুরারই থেকে উদ্ধার বোমা


এর আগে গতকাল মুরারইয়ের কাশিমনগর গ্রামে পাওয়া যায় প্রায় ২৫টি তাজা বোমা। পরশুদিন স্থানীয় বাসিন্দা মামলত শেখের বাড়ির সামনে বোমাবাজি করে মত্ত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যান রামপুরহাটের এসডিপিও-সহ পুলিশ আধিকারিক। গ্রেফতার করা হয় আনসার আলি নামে এক দুষ্কৃতীকে। এরপর রাতভর গ্রামে তল্লাশি চালিয়ে ধৃত আনসারের বাড়ির কাছ থেকেই কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। বগটুইকাণ্ডের পর বীরভূমের একাধিক জায়গা থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।


ভাদু শেখের বাড়িতে তল্লাশি


এরই মধ্যে রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তে গতকাল তাঁর বাড়িতে তিনঘণ্টা তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাড়ির নিচে অফিস ছিল ভাদুর। সেখান থেকে একটি সবুজ ও একটি কালো রঙের কভারের দু’টি ডায়েরি ও একটি পকেট নোটবুক বাজেয়াপ্ত করা হয়েছে। কারা খুন করল, সেই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ভাদু শেখের পরিবারের সঙ্গেও কথা বলেন সিবিআইয়ের অফিসাররা।