ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বাইকে করে এসে সিউড়িতে (Suri) যুবককে মাথা থেঁতলে খুন। লক্ষ্মীপুজোর দিন সকালে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের ওপর উদ্ধার হল রক্তাক্ত দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পাথর। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা খুনের ছবি। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে। গ্রেফতার ২ অভিযুক্ত।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। পাশ দিয়ে মোটরবাইকে দুই যুবক এসে পথ আটকাল ২ দুষ্কৃতী। প্রথমে টেনেহিঁচড়ে বাইকে তোলার চেষ্টা। তারপর না পেরে, শুরু লাথির পর লাথি, চড়-ঘুষি। মাটিতে ফেলেও লাথির পর লাথি, গলায় পা দিয়ে খুন করার চেষ্টা। বেশ কিছুক্ষণ পর কোনওক্রমে উঠে বসলেন আক্রান্ত যুবক। মোটরবাইক নিয়ে চলে গেল এক দুষ্কৃতী।
বছর ৩৫-এর যুবকের মৃত্যু নিশ্চিত করতে, আর এক দুষ্কৃতী রাস্তার পাশ থেকে বড় একটা পাথর তুলে মারলেন যুবকের মাথায়। একবার নয় বারবার। সিসিক্যামেরায় ধরা পড়া ছবি এতটাই নৃশংস, যে তা দেখার যোগ্য নয়। ৩ মিনিটের অপারেশন শেষ করে অন্ধকার গলিতে ঢুকে পড়ে ওই দুষ্কৃতী।
শনিবার ভোররাতে নৃশংস এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়িতে। লক্ষ্মীপুজোর সকালে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসে (Sainthiya Bypass) এই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ কুতুবউদ্দিন (৩২) । বাড়ি সাঁইথিয়া থানার নবডাঙায়। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে কুতুবউদ্দিনকে।
গত ১৩ জুন সিউড়ির (Suri) রবীন্দ্রপল্লিতে ভয়াবহ ডাকাতি হয় স্টেট ব্যাঙ্কের (State Bank) শাখায়। এবার খুন। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে শহরে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের বাস, সেখানে এমন ঘটনায় ঘটা প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযুক্ত মহম্মদ কায়েস এবং শেখ মোবারক নামে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।