কলকাতা: সিবিআইয়ের তলব পেয়েও সম্ভবত আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দশম তলবেও নিজাম প্যালেসে (Nijam palace) না যাওয়ার সম্ভাবনা অনুব্রতর (Anubrata Mondal)। এমনটাই সূত্রের খবর। আজ সকাল ১১টার মধ্যে ইমেল -এর মাধ্যমে সিবিআই-কে তা জানিয়ে দিতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অথবা তাঁর আইনজীবী সশরীরে নিজাম প্যালেস এ গিয়ে লিখিতভাবে এই কথা সিবিআই-কে জানিয়ে আসবেন বলে সূত্রের খবর।


শারীরিক অবস্থার কারণেই গড়হাজির: সূত্রের খবর, এবারও শারীরিক অবস্থার কারণেই তিনি যে তিনি হাজির হতে পারবেন না, তা সিবিআই-কে (CBI) জানাতে চলেছেন অনুব্রত (Anubrata Mondal)। ৩ দিনে ৪০০ কিমি-র বেশি পথ জার্নি করেছেন। শারীরিক পরিস্থিতি, উৎকণ্ঠা, স্ট্রেস, স্ট্রেন বেড়েছে তৃণমূল জেলা সভাপতির। এসবের মাঝে সিবিআইয়ের দশম তলবে কার্যত শক্ড অনুব্রত (Anubrata Mondal) । আজকের বার্তায় সিবিআইকে এমনই জানাবেন অনুব্রত।


গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এর আগে প্রায় ৯ বার তলব করেছে সিবিআই। প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গড়হাজির থেকেছেন তিনি। গতকালও তাঁকে তলব করা হয়, বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। আজ সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে দশমবার অনুব্রতকে তলব করে সিবিআই। একবারই হাজিরা দেন তৃণমূলের জেলা সভাপতি।


এদিন সিবিআই (CBI) নোটিসের ৫ মিনিট পরেই অনুব্রতর বাড়িতে যান বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালের এক চিকিত্সক, নার্স-সহ ৪ জন। সরকারি চিকিত্সক জানিয়েছেন, সুপারের নির্দেশে অনুব্রতর পাইলসের চিকিত্সার জন্য এসেছেন। তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তবে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 


অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে তলবের আগে আজ ছুটির দিনেও দিল্লি (Delhi) থেকে কলকাতায় (Kolkata) আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। দুর্নীতিদমন শাখার জয়েন্ট ডিরেক্টর এন বেণুগোপাল, এসপি রাজীব মিশ্র ও গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর সঙ্গে তিনি বৈঠক করেন।সূত্রের খবর, আগামীকাল অনুব্রতকে কী প্রশ্ন করা হবে, তদন্তে নতুন কোনও তথ্য উঠে এসেছে কিনা, অনুব্রত হাজিরা এড়ালে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা হয়। 


আরও পড়ুন: Maheshtala Accident : তারকেশ্বর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, সম্প্রীতি উড়ালপুলে উল্টো গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি