বীরভূম: বগটুই হত্যাকাণ্ডের একবছর পূর্তি। মামলার সমাধান হয়নি আজও (Bogtui Case)। তবে তা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। কার্যতই সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। আর সেই আবহেই বগটুইয়ে স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে ঢুকতে বাধা পেলেন তৃণমূল নেতৃত্ব (Ashish Banerjee)। তাঁদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন স্বজনহারা পরিবারের সদস্যরা। ফলে ফিরতে হলে তৃণমূল বিধায়ককেও (Birbhum News)। 


বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বানিরুলের বাড়িতে পৌঁছন


বগটুই হত্যাকাণ্ডের একবছর পূর্তিতে তৃণমূল-বিজেপি সংঘাত চলছে। শহিদ বেদী গড়া নিয়ে টানাপোড়েন চলছে দুই পক্ষের মধ্যে। সেই আবহেই মঙ্গলবার স্থানীয় তৃণমূল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বানিরুলের বাড়িতে পৌঁছন। ছিলেন জেলা তৃণমূলের আরও অনেক নেতাই। কিন্তু সেখানে তাঁদের মুখের উপর কার্যত দরজা বন্ধ করে দেওয়া হয়।


স্বজনহারা ওই পরিবারের সদস্যরা জানান, আশিসকে ঢুকতে দেওয়া হবে না কোনও ভাবেই। আশিস ঢুকবেন না প্রতিশ্রুতি দিলে তবেই ঢুকতে দেওয়া হবে। সেই নিয়ে প্রায় ১০ মিনিট কথা বিনিময় চলে। তার পর দরজা খুললে, মন্ত্রী চন্দ্রনাথ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বাড়িতে ঢোকেন। বানিরুলের সঙ্গে কথা বলেন।


আরও পড়ুন: Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা


তবে মন্ত্রী এবং অন্যরা ঢুকলেও আর বানিরুলের বাড়িতে ঢোকেননি আশিস। পরে শহিদ বেদীতে মাল্যদান করেন তিনি। বানিরুলের ক্ষোভ নিয়ে প্রশ্ন করলে বলেন, "মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। সিবিআই তদন্ত চলছিল। তাই গ্রামে আসতে চাইনি। তাতে তদন্ত বিঘ্নিত হতে পারে।"


তবে বগটুইকাণ্ডের একবছর পূর্তি নিয়ে তরজা চরমে উঠেছে। আজ বিরোধী দলেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছন। তাঁর সভায় বক্তৃতা করতে শোনা যায় স্বজনহারা মিহিলাল শেখকে। বিকেল ৪টে নাগাদ মহম্মদ সেলিমের নেতৃত্বে আবার মিছিলও বেরোয় বগটুই মোড় থেকে। আবার একই দিনে বগটুইয়ে কর্মসূচি ছিল তৃণমূলের। এদিন পথসভাও করে তারা।


গত বছরের ২১ মার্চ প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। তার পরই বগটুইয়ে আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় মহিলা ও শিশু-সহ ১০ জনের। সেই ঘটনা নিয়ে কম টানাপোড়েন দেখেননি রাজ্যবাসী। সেই আবহেই শহিদ বেদী তৈরি নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। 


শহিদ বেদী তৈরি নিয়েও টানাপোড়েন বগটুইয়ে


এ দিন সকাল ১১টা নাগাদ তৃণমূল জেলা নেতৃত্ব আশিষ বন্দ্যোপাধ্যায়,  চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ অনান্যরা বগটুই গ্রামে পৌঁছন। সেখানে এক স্বজনহারার বাড়ির পাশে শহিদ বেদী তৈরি করেছে বিজেপি। উল্টো দিকেই আবার আর একটি শহিদ বেদী বানিয়েছে তৃণমূল।