ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের অশান্তির আবহ শান্তিনিকেতনে (Santiniketan)। বিস্তর টানাপোড়েনের পর শুক্রবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে পৌষ মেলা (Poush Mela)। তার আগেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। তদন্ত চলছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন ব্যক্তিদের নাম কেন রয়েছে আমন্ত্রণ পত্রে? এই প্রশ্ন তুলেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)।


পৌষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক


শান্তিনিকেতনে পৌষমেলা হবে কিনা সেই অনিশ্চয়তার মধ্যেই, এ বার আমন্ত্রণপত্র নিয়ে তৈরি হল বিতর্ক। রাজ্য সরকারের আয়োজিত পৌষ মেলার আমন্ত্রণপত্রে নাকি নামই নেই উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর, উঠল অভিযোগ। আবার এই ইস্য়ুতে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি জারি করল, তার বয়ান ঘিরেও বিতর্কের সূত্রপাত হয়েছে। 

শান্তিনিকেতনে পৌষ উৎসবকে কেন্দ্র করে ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হয় পৌষমেলা৷ ঐতিহ্যবাহী এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা। কিন্তু গত ২ বছর ধরে বন্ধ পৌষমেলা। এবারও মেলা নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন।

বিশ্বভারতীর মাঠে মেলা করতে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দেয় কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে ডাকবাংলো মাঠে রাজ্য সরকারের সহযোগিতায় বিকল্প পৌষ মেলার আয়োজন করেছে বোলপুর পুরসভা।


আরও পড়ুন: Partha Chatterjee: পেশিশক্তি দেখিয়ে আটকে রাখা হচ্ছে পার্থকে, আদালতে দাবি আইনজীবীর


সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম রয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তর। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ ও বিশ্ববিদ্যালয়ে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত করছে সিবিআই। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, যাঁকে দুর্নীতির অভিযোগে সরানো হয়। আমন্ত্রণ পত্রে নাম রয়েছে রাজ্য়ের মন্ত্রী ও বীরভূমের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ এবং  সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীরও।

এঁদের প্রত্যেককেই ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আমন্ত্রণপত্রে নাম রয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়েরও। কিন্তু 
 আমন্ত্রণ পত্রে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম রাখা হয়নি বলে অভিযোগ।


পৌষ মেলার আয়োজন করেছে বোলপুর পুরসভা


বুধবার সকালে বোলপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে উপাচার্যকে আমন্ত্রণ জানান।কিন্তু বৃহস্পতিবারই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিতর্কিত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, যাঁদের বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত চালাচ্ছে, তাঁদের উপস্থিতি যেখানে, সেই অনুষ্ঠানে যোগ দেবেন না উপাচার্য। শুক্রবার থেকে ৬ দিন ডাকবাংলো মাঠে চলবে পৌষ মেলা।