কলকাতা: 'সিঙ্গুরের আন্দোলন (singur movement) কোনও আন্দোলনই ছিল না। সিঙ্গুরের আন্দোলন ছিল শিল্প তাড়ানোর আন্দোলন', বিস্ফোরক মন্তব্য স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। ন্যাশনাল লাইব্রেরিতে (national library) বিজেপির (BJP) সভায় তিনি আরও বলেন,'নন্দীগ্রামের (nandigram) আন্দোলন ছিল কৃষক-হত্যার প্রতিবাদে। লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বিজেপি এসে উদ্ধার করেছিল।' তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রাক্তন সতীর্থের দাবিতে নতুন করে শোরগোল রাজ্য রাজনীতিতে।



আর কী?
কটাক্ষ ধেয়ে আসে বামেদের দিকেও। শুভেন্দু বলেন, '২৩৫-৩০-র কথা বলত কেউ কেউ।...আমার নেতৃত্বে জনগণ যা করে দিয়েছিল তার পর আর কেউ ২৩৫-র কথা বলত না। পতাকা সরিয়ে রেখে আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি।' এর পরই তাঁর দাবি, সিঙ্গুরের আন্দোলন কোনও আন্দোলনই নয়। এটি শিল্প তাড়ানোর আন্দোলন। প্রসঙ্গত, এর আগেও নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির ভূমিকা নিয়ে শোরগোল ফেলা দাবিদাওয়া শোনা গিয়েছে তাঁর মুখে। গত বছর নভেম্বরে বলেছিলেন, 'লালকৃষ্ণ আডবাণী না এলে কেউ নন্দীগ্রামে ঢুকতেও পারত না। নন্দীগ্রাম নিয়ে ৬২ দিন বিজেপি সাংসদরা লোকসভা অচল করে দিয়েছিল। শিকড় গভীরের চলে গিয়েছে, উপড়ানো মুশকিল। আমি লক্ষ্মণ শেঠকে হারিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছি। সবাইকে এককাট্টা হতে হবে, আমাদের লড়াই হবে। এখানে অনেক ফসল কেস রয়েছে। সেই সব কেস সম্বন্ধে তথ্য জোগাড় করেছি।'


কী প্রতিক্রিয়া তৃণমূলের?
রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, 'এত দিন একরকম জানতাম। এখন তো দেখছি ও গন্ডার প্রজাতির। এখন পিঠে সুড়সুড়ি দিলে ১০ বছর বাদে হেসে ওঠে। সিঙ্গুর আন্দোলন যখন হয়, তখন তৃণমূল ক্ষমতায় ছিল না। পরে কোর্টের রায়ে প্রমাণিত হয়, আন্দোলনটি বৈধ ছিল। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, জমি অধিগ্রহণটি ভুল হয়েছিল। ওটি ২০০৫-০৬-০৭ সালের আন্দোলন। তার পর শুভেন্দু তৃণমূলের সাংসদ হয়েছেন। ওঁর বাবা-সহ গোটা পরিবার তৃণমূলের মন্ত্রী-সাংসদ হয়েছেন। তা হলে ওঁরা এই পদগুলি নিলেন কেন? কেন ক্ষমতা ভোগ করলেন? নন্দীগ্রাম মানুষের আন্দোলন ছিল। মমতাদি নেতৃত্ব দিয়েছেন। অন্যান্য অনেক দল ছিল। পরে তাঁর প্রতিনিধি করে শুভেন্দুকে পাঠানো হয়েছিল।


কী বলছে বামেরা?  
বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, 'প্রথমত, যদি এটি শিল্প তাড়ানোর আন্দোলন হয়ে থাকে বলে উনি মনে করে থাকেন, ওই শিল্প তাড়ানোর আন্দোলনে উনিও অংশীদার ছিলেন।' দ্বিতীয়ত, 'উনি এখন যে দল করেন, সেই বিজেপিও ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন। উনি কি বলছেন বিজেপি নেতারা অন্যায় করেছিলেন? ভুল করেছিলেন?'  


আরও পড়ুন:আজমল কসাবেরও বিচার হয়েছিল,আদালতে সিবিআই-কে নিশানা পার্থর আইনজীবীর