সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচারের (Cattle Smuggling Case) অভিযোগ ঘিরে খবরের শিরোনামে বীরভূম (Birbhum)। তার মধ্যেই নয়া অভিযোগ ঘিরে তপ্ত বীরভূমের মাটি। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে সেখানে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ। সেই নিয়ে রাজ্য সরকারকে বিশদ রিপোর্ট জমা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ বীরভূমে


গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই বেআইনি পাথর খাদানের (Illegal Stone Mining) রমরমা মামলায় নয়া মোড়। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলল আদালত। পরবর্তী শুনানিতে ED-সহ সব পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। 


মামলাকারী জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি কিউবিক মিটার পাথরের জন্য ১৩০ টাকা করে রাজস্ব আদায় করবে রাজ্য সরকার। এই টাকা ‘গ্রিপ চালানে’র মাধ্যমে খাদানের লিজ হোল্ডারের থেকে আদায় করতে হবে। কিন্তু, এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নলহাটি, মুরারই-সহ বীরভূমের একাধিক খাদান এলাকায় বেআইনি ভাবে সরকারি বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। 


আরও পড়ুন: Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে উলটপুরাণ! তৃণমূলের গ্রামপঞ্চায়েত গেল বাম-কংগ্রেস জোটের দখলে


এই মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "অবৈধ ভাবে এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করতে হবে।" আগামী ১ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।


এ দিকে, গরু পাচার মামলায়, বোলপুরে ভোলে ব্যোমের পর শিবশম্ভু নামের আরও এক রাইস মিলে হানা দিল CBI। FCI অফিসাররাদের সঙ্গে নিয়ে প্রায় সওয়া চার ঘণ্টা ধরে চলে তল্লাশি চালানো হয়।
এই শিবশম্ভু রাইস মিলের সঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের যোগ থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালিয়ে বীরভূমে ছোট-বড় আরও চালকল সংক্রান্ত নথি মেলে। সেই সূত্রেই এই শিবশম্ভু রাইস মিলে অভিযান।


অনুব্রতকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই বেআইনি পাথর খাদান মামলায় নয়া মোড়


এর আগে, অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিলেও অভিযান চালায় সিবিআই। যেখানে গ্যারাজ থেকে বিলাসবহুল গাড়ির সম্ভারের হদিশ মেলে। ওই রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল।