ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 


শুরু নতুন কর্মসূচি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি 'দিদির সুরক্ষাকবচ' ও 'দিদির দূত' নিয়ে প্রচারে নেমে পড়েছে শাসকদল। উদ্দেশ্য, ভোটের রাজনীতি না করে মানুষের পাশে থাকবে দল, বার্তা তৃণমূলের। যদিও শাসকদলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বামেরা। 


দফায় দফায় উত্তেজনা: তবে এই কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। পর পর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, ঘটনায় একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। 


বিক্ষোভের মুখে কুণাল: দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। এদিন পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ। 


মুর্শিদাবাদে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ: গত ১১ জানুারি জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না বলে অভিযোগ জানিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেয় একটি পরিবার। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। আর তৃণমূল সাংসদের বক্তব্য়, সকলে যাতে প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।