ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাইয়ের জল। আর এবার কোপাই নদী উপচে প্লাবিত হয়েছে কঙ্কালীতলা মন্দির। আর তাতেই শঙ্কা বাড়ছে সেবায়েতদের মধ্যে। জল আরও বাড়লে বিগ্রহ সরাতে হতে পারে বলে মনে করছেন না। 

গত কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি। ক্ষণিকের জন্য বৃষ্টি কমলেও রেহাই মিলছে না। বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতি একের পর এক জেলায়। প্লাবনের জেরে ব্যাহত হচ্ছে জনজীবন। আর এবার  কোপাই নদীর জলে প্লাবিত হল সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা মন্দির। জল আরও বাড়লে বিগ্রহ স্থানান্তরিত করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেবায়েতরা। এর মধ্যেই জল ঠেলে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। অন্যদিকে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার আন্ডারপাসের একাংশে জল জমায় যান চলাচল বন্ধ।  

প্লাবনের এই ছবি শুধু বীরভূমেই, রাজ্যের অন্যান্য প্রান্তেও একইরকম দুর্ভোগে সাধারণ মানুষ। বছরের পর বছর কেটে গেলেও, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। তাই এবারও জলের তলায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে ঝুমি নদীতে। ডুবেছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। প্লাবিত মনসুকা, দেওয়ানচক ১, দেওয়ানচক ২, অজয়নগরের মতো এলাকা। রাস্তা পরাপারের একমাত্র ভরসা নৌকো। বন্যার কারণে ঘাটাল গুরুদাস হাইস্কুল বন্ধ। শিকেয় উঠেছে পড়াশোনা। জলের জ্বালায়, কার্যত তালা পড়েছে ঘাটালের একের পর এক উপস্বাস্থ্যকেন্দ্রে। ঘাটাল থেকে প্রায় ৪০ কিমি দূরে, হুগলির খানাকুলেও পরিস্থিতি কার্যত শোচনীয়। এক দিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে, ডিভিসি-র জলের জোড়া ফলায় বিপর্যস্ত খানাকুল। জল যন্ত্রণার এই পরিস্থিতি খতিয়ে দেখতে, মঙ্গলবার আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন বর্ধমানের রায়নায় প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। একযোগে ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। বাঁকুড়ার বড়জোড়ায়, শালী নদীর জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু সংলগ্ন রাস্তার একটা বড় অংশ। কার্যত ভগ্নদশায় সেতুর একাধিক অংশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, জমা জলে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বছর তেরোর এক নাবালকের। টানা বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে DVC. মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৫৭ হাজার ৫০০  কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ২২ হাজার ৫০০ এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।