ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পদধ্বনির মাঝেই বারুদের গন্ধ, প্রিয়জন হারানোর শোক ও কান্নায় থমথমে বীরভূমের (Birbhum) মাড়গ্রাম। বোমা বিস্ফোরণে জোড়া মৃত্যুর শোকে যেমন একদিকে বিহ্বল তাঁদের পরিবার, অন্যদিকে তেমনই ক্রমাগত চড়ছে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগের পারদ। এর মাঝেই বিস্ফোরণ কাণ্ডের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করলেন অন্যতম অভিযুক্তের স্ত্রী।
বিস্ফোরক অভিযোগ
অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রী-র অভিযোগ, 'মাড়গ্রামে জোড়ামৃত্যুর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব'। তাঁর স্বামী তৃণমূলের সক্রিয় সদস্য বলেও দাবি করেছেন সুজাউদ্দিন স্ত্রীর দাবি। তাঁর স্বামীকে তৃণমূলেরই লোক ফাঁসিয়েছে, গোষ্ঠীদ্বদ্বের জেরেই এই ঘটনা বলেই অভিযোগ ধৃত অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রীর। প্রসঙ্গত, গোটা ঘটনার পিছনে আগে থেকেই রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। তৃণমূল শিবিরেরে তরফে অবশ্য বিরোধীদের নিশানা করার পাশাপাশি উঠে এসেছে মাওবাদী প্রসঙ্গও। যদিও ঘটনার পর স্থানীয়দের দাবি ছিল, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে মৃত্যু হয়েছে নিউটন শেখের। তখন গুরুতর আহত হওয়ার পর গতকাল এসএসকেএমে মারা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার ভাই লাল্টু শেখ।
এদিকে, নেপথ্যে রয়েছে কংগ্রেস (Congress), দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি (BJP) করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। এই ঘটনায় দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন ঘটনাস্থলে যান বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল ও হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। মৃত নিউটন শেখ ও লাল্টু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। কংগ্রেস যোগের অভিযোগ উড়িয়ে অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রী বলেছেন, 'আমার স্বামী তৃণমূলই করেন। দরকারে খোঁজ নিয়ে দেখুন।'
গ্রেফতার ৬ জন
আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ। বাকি ২ জনকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। খুন, বিস্ফোরক রাখা-সহ একাধিক অভিযোগ আছে ধৃতদের বিরুদ্ধে। এদিকে এসএসকেএমে ময়নাতদন্তের পর মাড়গ্রামে পৌঁছেছে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ। বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম লাল্টু শেখের গতকাল এসএসকেএমে মৃত্যু হয়।
আরও পড়ুন- 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ