ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ঘরে আগুন লেগে মারা গিয়েছিলেন একই পরিবারের ৩ জন। ওই ঘটনার তদন্তে নেমেই সামনে এল ভয়াবহ ঘটনা। বোলপুরের (Bolpur) রজতপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হল ওই পরিবারেরই সেজ বউ।


কেন নিজের পরিবারের সদস্যকেই খুনের ছক কষেছিল ধৃত স্মৃতি বিবি? অভিযোগ, এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। তাঁর ভাসুর সেটা দেখে ফেলেছিলেন। সেই কারণেই ওই ব্যক্তি, তাঁর স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন যুগল, এমনই অভিযোগ  রয়েছে। স্মৃতিকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে (Birbhum Murder Update) বোলপুর থানার পুলিশ। আরেক অভিযুক্ত পলাতক। 


পুলিশ তাঁকে ধরে নিয়ে যাওয়ার সময় একের পর এক প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। কেন এমন ঘটনা ঘটিয়েছেন সেই প্রশ্ন করলেও একেবারে নিরুত্তর ছিলেন অভিযুক্ত মহিলা। বোলপুরের রজতপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগে প্রথম গ্রেফতার। আর গ্রেফতার করা হয়েছে ওই পরিবারেরই সদস্যকে। ধৃত স্মৃতি বিবির ভাসুর ছিলেন আব্দুল হালিম। আগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছেন আব্দুল, তাঁর স্ত্রী এবং চার বছরের ছেলে।


পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, স্থানীয় এক হাতুড়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। ভাসুর তা জানতে পেরে প্রতিবাদ করেন। তার জেরে ভাসুরকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু সেই হুমকিকে কোনও কাজ না হওয়ায় গোটা পরিবারকে পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। 


ভয়াবহ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর বাতে। অভিযোগ, ভাসুরের ঘরের জানালা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন ওই ২ জন। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় শেখ আদুল আলিমের, তাঁর স্ত্রী ও তাঁদের ৪ বছরের ছেলের। পাশের ঘরে থাকায় বেঁচে যায় দম্পতির ১৪ বছরের আরেক ছেলে। পরিবার ও পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে বাড়ির সেজ বউকে। 


সম্পর্কের টানাপড়েনের জেরেই কি খুন? নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? এই নৃশংস ঘটনার পিছনে কি আরও কেউ জড়িত রয়েছে? পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ন: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?