মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য মায়ানগরীতে যান চলাচলে নিয়ন্ত্রণ। ১২ তারিখ বিয়ের অনুষ্ঠান এবং ১৩, ১৪, ১৫ জুলাই বিবাহ পরবর্তী আচার-অনুষ্ঠানের জন্য মুম্বইয়ের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে মুম্বই পুলিশ। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েকে সামাজিক অনুষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। (Anant-Radhika Wedding)
মুম্বইয়ের বান্দ্রায় জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের আসর বসছে। দেশ-বিদেশের তাবড় ব্যক্তিত্ব ওই অনুষ্ঠানে হাজির থাকবেন। সেই নিয়ে মুম্বই পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, জিও কনভেনশন সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠানের জন্য ১২ থেকে ১৫ জুলাই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। (Mumbai Traffic Restrictions)
মুম্বই পুলিশ জানিয়েছে, ওই অনুষ্ঠানে VIP, VVIP অতিথিরা অংশ নেবেন। কোথাও কোনও সমস্যা যাতে তৈরি না হয়, তার জন্য জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টার অভিমুখী রাস্তার পরিবর্তে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে সমস্ত গাড়িকে। অনন্ত এবং রাধিকার সঙ্গীতানুষ্ঠানের জন্য ৫ জুলাইও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় মুম্বইয়ের বেশ কিছু রাস্তায়।
আরও পড়ুন: CMIE Unemployment Data: দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা
মুম্বই পুলিশ জানিয়েছে, ১২ থেকে ১৫ জুলাই জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টার মুখী রাস্তাগুলিতে দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কুরলা এবং MTNL জংশন থেকে আগত কোনও গাড়ি ধীরুভাই আম্বানি স্কোয়্যারে ঢুকতে পারবে না। আম্বানি স্কোয়্যার থেকে লক্ষ্মী টাওয়ার জংশন যাওয়ার পথে লতিকা রোডের একটি অংশই খোলা থাকবে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সকলে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র অতিথিরা প্রবেশাধিকার পাবেন। ওই পথের পরিবর্তে অন্য রাস্তা বেছে নিতে বলা হয়েছে নাগরিকদের।
পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়ে। বলিউডেরও কেউ কেউ সরব হয়েছেন এ নিয়ে। 'All India Rank' ছবির পরিচালক বরুণ গ্রোভার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাজতন্ত্র দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে'। সাধারণ নাগরিকদের অনেকেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। আম্বানিদের ব্যক্তিগত অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান হল কোন উপায়ে, প্রশ্ন তুলেছেন তাঁরা। সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে মত তাঁদের।