ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর (College Ransack) অভিযোগ উঠল বীরভূমের (Birbhum News) মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। বেঁকিয়ে দেওয়া হয়েচে সিলিং ফ্যান, ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বোঝা যায়নি।


টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে: ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড। শৌচালয়ের পাইপ থেকে কল গায়েব! নাগাড়ে পড়ে চলেছে জল। এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) বিএ জেনারেল, পঞ্চম সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সিট পড়েছে মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। কলেজ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। খাতা কেড়ে নিয়ে হল থেকে বের করে দেওয়া হয় তাঁদের। অভিযোগ, টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান। পরীক্ষার হলে ৪-৫টি সিলিংফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শৌচাগারের কলও ভাঙা। কলেজে সিসি ক্য়ামেরা না থাকায়, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে বুঝতে পারা যায়নি।


এই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় জানান, "এদিন রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীরা এই কলেজে পরীক্ষা দিচ্ছেন। এদিন পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। ওই সমস্ত পরীক্ষার্থীর খাতা। তার জেরে এই ভাঙচুর।  ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথায়, “আমাদের ধারণা, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে বাধা দেওয়ার কারণে কলেজে ভাঙচুর চালানো হয়ে থাকতে পারে। বিষয়টি বিদ্যাসাগর কলেজের জানানো হয়েছে।”


এদিকে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যর ঘরে ঢোকার মুখে গেট আটকে অবস্থান-বিক্ষোভে করে TMCP. তাদের অভিযোগ একের পর এক অবৈধ সিন্ডিকেট মিটিং করছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। বৈঠক সেরে বেরোনোর সময় রাতে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তীকালীন উপাচার্য ও রেজিস্ট্রার। এই অভিযোগের প্রেক্ষিতে শান্তা দত্ত বলেন, 'এমন কিছু করছি না, যা বিশ্ববিদ্য়ালয়ের পরিপন্থী।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Primary Recruitment: শেষমেশ লড়াইয়ে ইতি, প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু পূর্ব বর্ধমানে