Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ ফোন (Samsung Galaxy XCover 7) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ব্যাটারি খুলে নেওয়া (Removable Battery) যাবে। অর্থাৎ এখন সমস্ত ফোনে যে আন-রিমুভেবল ব্যাটারি থাকে, যা খোলা যায় না, স্যামসাংয়ের নতুন ফোনে তা নেই। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের এই ফোন ভারতে পাওয়া যাবে স্ট্যান্ডার্ড এডিশন (Standard Edition)এবং এন্টারপ্রাইস এডিশন (Enterprise Edition), এই দুই ভ্যারিয়েন্টে। স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ একটি IP68 সার্টিফায়েড বিল্ড মডেল। এখানে পাওয়া যাবে মিলিটারি গ্রেড (MIL-STD-810H) ডিউরেবেলিটি। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৪০৫০ এমএএইচ ব্যাটারি। এই প্রথম ভারতে কোনও এন্টারপ্রাইস এডিশনের ফোন লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি। 


স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ ফোনের দাম 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ ফোনের স্ট্যান্ডার্ড এডিশনের দাম ২৭,২০৮ টাকা। আর এন্টারপ্রাইস এডিশনের দাম ২৭,৫৩০ টাকা। এই ফোনের দুই ভ্যারিয়েন্টেই রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। স্ট্যান্ডার্ড এডিশনের ফোনের ক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। আর এন্টারপ্রাইস এডিশনের ক্ষেত্রে দু'বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে থাকছে স্যামসাংয়ের Knox Suite সাবস্ক্রিপশন, ১২ মাস অর্থাৎ এক বছরের জন্য। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং EPP portal থেকে এই ফোন কেনা যাবে। 


স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • ডুয়াল সিমের (SIM embedded SIM) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে ফোন।

  • এখানে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত TFT ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এর উপরে জলের বিন্দুর আকারের একটি নচ রয়েছে। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • স্যামসাংয়ের এই ফোন একটি rugged ডিভাইস যেখানে Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে।

  • এই ফোনে একটি অক্টা-কোর ৬এনএম প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম। অনুমান মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্রসেসর রয়েছে এই ফোনে। তবে স্যামসাং সংস্থা কিছু জানায়নি।

  • স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। আর রেয়ার প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনের অনবোর্ড ১২৮ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনে রয়েছে ৪০৫০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে Dolby Atmos সাউন্ড টেকনোলজি যুক্ত স্পিকার। আর রয়েছে XCover Key ফিচার যা একসঙ্গে অনেক কাজ করতে সক্ষম। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফেস আইডি ফিচারের সাহায্যে লক এবং আনলক করা যাবে স্যামসাংয়ের এই ফোন। 


আরও পড়ুন- আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডিসপ্লে কেমন হবে? ব্যাটারি এবং চার্জিং সাপোর্টই বা কেমন থাকবে?