ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয়ে চাকরিতে নিয়োগ নিয়ে সংঘাত। ক্যাম্পাসের গেট আটকে তৃণমূলের বিক্ষোভে ঠায় দাঁড়িয়ে থাকলেন ভারপ্রাপ্ত উপাচার্য। এলাকার তৃণমূল নেতার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জমিদাতাদের জন্য চাকরির ব্যবস্থা না করে বহিরাগতদের কাজে ঢোকাচ্ছেন উপাচার্য। ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, তৃণমূলের তালিকা মেনেই ৭০ জনকে চাকরি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, তারপর শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের জখম হওয়ার অভিযোগকে ঘিরে তোলপাড় চলছে রাজ্যে। সেই আবহেই তেতে উঠল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। প্রকল্পের গেট আটকে চলল বিক্ষোভ। দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই স্থানীয় নেতা-কর্মীরা। শাসকদলের একাংশের তরফেই দাবি তোলা হল, সরিয়ে ফেলতে হবে ভারপ্রাপ্ত উপাচার্যকে। চাকরিতে নিয়োগ নিয়ে বিক্ষোভের জেরে, ক্যাম্পাসে ঢুকতে না পেরে, ঠায় ২ ঘণ্টা বিশ্ববিদ্য়ালয়ের মূল গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হল ভারপ্রাপ্ত উপাচার্যকে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, সেখানে এখন চুক্তিভিত্তিক নিয়োগ চলছে। বিশ্ববিদ্যালয়ের জন্য যাঁরা জমি দিয়েছেন, মূলত সেই সব পরিবারকেই চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর সেই নিয়োগ নিয়েই বেধেছে গন্ডগোল। এদিন যাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়, তিনি হলেন তৃণমূল নেতা নিখিল বাছার। রায়পুর-সুপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাছার। তাঁর অভিযোগ, ভারপ্রাপ্ত উপাচার্যের মদতে, জমিদাতাদের বঞ্চিত করে, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে। এদিন তিনি বলেন, "বিভিন্ন জায়গার লোক এসে এখানে ঢুকে যাচ্ছে। আমাদের দাবি, যে সব বেকার ছেলেরা এখানে ঘুরে বেড়াচ্ছে, যাঁদের জমি জায়গা চলে গিয়েছে, এদের থেকে লোক নিয়ে এখানে নিয়োগ করা হোক। বাইরে থেকে লোক নিয়ে এসে ভিসি সাহেব (উপাচার্য) এখানে নিয়োগ করছেন। ভিসি-র যে পিএ, স্বপন জানা, তাঁর মাধ্যমে এখানে প্রচুর লোক নিয়োগ হয়েছে, যেটা আমাদের বোলপুর ব্লকের নয়।'' এই অভিযোগ ধেয়ে আসতেই, নাম না করে পাল্টা আক্রমণ শানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপকুমার মাইতি। তিনি বলেন, "যিনি এখানে বক্তৃতা দিচ্ছেন, তিনি যে তালিকা দিয়েছেন, আমি সেই তালিকা ধরেই চাকরি দিয়েছি। কিন্তু অদ্ভুতরকম, গ্রামের সাধারণ মানুষকে উল্টো বোঝাচ্ছে। মানে উনি যে তালিকা দিয়েছেন, তাহলে ওই তালিকায় কারা আছে? যে ৭০ জনের তালিকায় আমি ইতিমধ্যেই চাকরি দিয়েছি, সেই ৭০ জন কারা? আমি তো বাইরের লোক। আমি তো জানব না এখানকার জায়গা কে দিয়েছে। তাহলে ওই ৭০ জন কারা?'' আরও পড়ুন: Kalyani University: তাড়া করে 'মারধর' SFI সদস্যকে; কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে ধুন্ধুমার, কাঠগড়ায় TMCP