ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লোকসভা ভোটে গ্রামে এগিয়ে বিজেপি, তাই ভুগতে হবে শাস্তি। অভিযোগ, বীরভূমের উকরুন্দি গ্রামে বিজেপি এগিয়ে থাকার জন্য়ই নলকূপ সারাতে অনীহা দেখাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। ঘটনায় বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নানুরের বিডিও।  


এর মধ্যে লোকসভা ভোট মিটে গেছে এক মাস হয়ে গেছে, কিন্তু, বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামের ছবিটা বদলায়নি। প্রায় ১২০টি পরিবারের বাস ওই গ্রামে। সেখানে ১৪টি টিউবওয়েল থাকলেও, তার মধ্যে ১২টিই খারাপ। যে কারণে চরম জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা।


সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বোলপুর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীদাস-নানুর পঞ্চায়েতে ৬,৪০০ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। কিন্তু এই পঞ্চায়েতের অন্তর্গত তিনটি বুথে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে উকরুন্দি ১৯৪ নম্বর বুথ। সেখানে ১৫৬ ভোটে এগিয়ে রয়েছে তারা। 


সেই আক্রোশ থেকেই গ্রামের নলকূপগুলি সারানো হয়নি বলে বিজেপির অভিযোগ। তাদের দাবি, অভিযোগ জানালেও কাজ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। BDO-কে বলেও লাভ হয়নি। 


নানুরের উকরুন্দি গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, 'দীর্ঘদিন ধরে জলের সমস্যা। বাইরের জল এনে কাজ করতে হয়। আগেও অভিযোগ জানিয়েছি।' গ্রামবাসীর কথায়, 'দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ১৪ টার মধ্যে ২ সারিয়েছে মাত্র।' 


আরও পড়ুন, ভোটে হারানোর চেষ্টার অভিযোগ, বাঁকুড়ায় তিন নেতাকে সাসপেন্ড করল তৃণমূল


এদিকে, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'ভোটে বিজেপি ভাল ফল করেছে তাই প্রতিশোধ নিচ্ছে। তৃণমূল আগে বলে ছিল যেখানে ফল খারাপ হবে সেখানে কোন সরকারি পরিষেবা দেওয়া হবে না। বিডিও সাহেবকে অনুরোধ করলেও কোন কাজ হচ্ছে না।' 


এ বিষয়ে নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়ের তরফে বলা হয়েছে, 'বিষয়টি জেনেছি। ব্যবস্থা নেওয়া হয়েছে।  চারটি কল মেরামত করা হয়েছে। বাকিগুলো করা হবে।' 


এর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটিতে তৃণমূলের বিরুদ্ধে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পথ অবরোধ করে বিজেপি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে