সিউড়ি: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশের পর সিউড়িতে জবরদখল উচ্ছেদের কাজ শুরু। শহরকে জবরদখল মুক্ত করা শুরু করল সিউড়ি পুরসভা (Suri Municipality)। এদিন সকাল থেকে যৌথ অভিযান শুরু করেছে সিউড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন। 


জবরদখল উচ্ছেদের কাজ শুরু: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে ছিলেন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে হবে। আর সোমবারের বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। একই ছবি রাজ্যের অন্যান্য় জেলাতেও। এদিন সকাল থেকে সিউড়ি শহর দখল মুক্ত করা শুরু করল সিউড়ি পুরসভা। বুধবার পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্য়ায় সহ পুরসভার কর্মী এবং পুলিশ জেসিবি নিয়ে শহর দখল মুক্ত করতে নেমেছে। এদিন একইভাবে হুগলির তারকেশ্বরেও জবরদখল তুলতে পুলিশের অভিযান চলে। 


কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 


সোমবার মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "পুরসভা, মিউনিসিপালিটি দায়িত্ব পালন করছেন না। বিল্ডিং তৈরি করা আর লোক বসানো ছাড়া। আমি বলেছি হকার আমাদের ভাই-বোন। আর যেন না বাড়ে। গড়িয়াহাটে স্টল করেছেন। আবার সেখানে পিছনে প্লাস্টিক লাগিয়েছে। কেন একটা খাবার জন্য় একটা নতুন জোন করছেন না আপনারা। যে জোন শহরকে, মানুষের সমস্য়া করবে না। দু-তলা, তিন তলা তুলে যাচ্ছে। কেন ভাঙছেন না। দু-একটা ভাঙুন। আমার বাড়ি দিয়ে শুরু করুন। কারও কারও অভ্য়াস হয়ে গেছে আইসি হলে আয় করে নিই, এসডিপিও হলে। অনেক করেছেন আর করবেন না এবার চোখে লাগছে। রাজারহাট, সল্টলেকে দখলদারি হচ্ছে।''


ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে, সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয় হকার উচ্ছেদ। কোথাও সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়। তো কোথায় আবার একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দোকান। মঙ্গলবার বিকেলে, নিউ মার্কেট থানা এলাকায়, চৌরঙ্গী স্কোয়ার ও সংলগ্ন রাস্তায় অভিযান চালায় পুলিশ। একের পর এক দোকানের সামগ্রী তোলা হয় পুলিশের গাড়িতে। মুখ্য়মন্ত্রীর এই বার্তার পর উত্তর কলকাতার হাতিবাগান মার্কেটেও দেখা যায় পুলিশি তৎপরতা। ফুটপাত দখল করে থাকা দোকানীদের সতর্ক করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় সামগ্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Hawker Eviction: মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপরতা, গড়িয়াহাটে খুলে দেওয়া হল প্লাস্টিক-ত্রিপল