আবির দত্ত, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ধমকের পরই তৎপর পুলিশ-প্রশাসন। গড়িয়াহাটে খুলে দেওয়া হল প্লাস্টিক-ত্রিপল। কয়েক জনকে আটক করে পুলিশ। SSKM-এর লাগোয়া হরিশ মুখার্জি রোডে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে অভিযান চালাল কলকাতা পুরসভা।                   

  


তৎপর পুলিশ-প্রশাসন: ফুটপাথ-দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অ্যাকশন মোডে পুলিশ-প্রশাসন। গড়িয়াহাট থেকে হরিশ মুখার্জি রোড বা যদুবাবুর বাজারে বেআইনিভাবে ফুটপাথ দখল হঠাতে চলল অভিযান। ফুটপাথ দখল নিয়ে সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভাল কথা। কিন্তু,স্টলের পিছনটা আবার ত্রিপল লাগিয়েছে। কালো-লাল। সেজন্য় এমন কিছু সিস্টেম করতে হবে, যাতে ওটা দেখতে ভাল লাগে। আমি পরশুদিন আসছিলাম। দেখলাম কত দোকান বসে গেছে। সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে এটা ভাল। কিন্তু, দেখতে কি ভাল লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা।''


এরপরই, মঙ্গলবার সকালে গড়িয়াহাটে অ্যাকশনে নামল পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হল। গড়িয়াহাটের হকার ইউনিয়নের নেতা বলেন, "যে নিয়ম ভাঙবে, এখানে যে টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা এক তৃতীয়াংশ মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে সেটাতে ইউনিয়ন কোনওভাবে বিরোধ করবে না।''


মুখ্যমন্ত্রীর সোমবারের কড়া বার্তার পর দিনই বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙল হালিশহর পুরসভা। যদিও পুরসভার দাবি, আগে থেকেই দেওয়া হয়েছিল নোটিস। মঙ্গলবারই ভাঙার কথা ছিল এই নির্মাণ। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে,ফুটপাথ দখল করে থাকা হকারদের সরাতে হিমসিম খাচ্ছে মধ্যমগ্রাম পুরসভা। একই ছবি, SSKM-এর লাগোয়া হরিশ মুখার্জি রোডেও স্থানীয় ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিংহর নেতৃত্বে এখানে অভিযান চালাল কলকাতা পুরসভা। রাস্তার ধারে পরপর দোকান। পথচারীদের যাতায়াতের জায়গা পর্যন্ত নেই। ডাল-ভাত থেকে বিরিয়ানি বা পেটাই পরোটা, কী পাওয়া যায় না এখানে? বাদ নেই কিছুই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Howrah News: বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, শালিমারে পুলিশি তৎপরতা