ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দুবরাজপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। সিঙারার চাটনি না দেওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে সপাটে চড়। দোকান মালিক বাধা দিতে এলে তাকে ঠেলে ফেলে দেন দুবরাজপুর পুরসভার ৭নং তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দীন। এর আগেও হাসপাতালের ভিতরে ঢুকে পুলিশকে চড়, মহিলা নার্স কে শ্লীলতাহানি অভিযোগ উঠে ছিল। এমনকি দুবরাজপুর থানায় অভিযোগ দায়েরও হয়ে ছিল। কিন্তু তাকে গ্রেফতার করা দূরের কথা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন দুবরাজপুরের পাহারেশ্বর মোড়ে একটি সিঙারার দোকানে সিঙারা কিনতে যান। তিনটে সিঙারা নেন। অভিযোগ, দোকানের কর্মচারী তাকে একটি প্লেট চাটনি দেন। কিন্তু কাউন্সিলর দুটি প্লেট চাটনি দাবি করেন। কর্মচারী তা দিতে অস্বীকার করলে তাকে চড় মারে কাউন্সিল।
এর পরেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দার দুবরাজপুর পাহাড়েশ্বর মোড় এলাকায় থানা থেকে ২০০ মিটার জাতীয় সড়ক অবরোধ করে। এখনো অবরোধ চলে। তবে রাতে দুবরাজপুরে ১৪নং জাতীয় সড়ক অবরোধ উঠে যায়। দেড় ঘন্টার পর এই অবরোধ উঠে গেল। এদিকে তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, অভিযুক্ত কাউন্সিলরকে আটক করেছে সদাইপুর থানার পুলিশ।